সোমনাথ চট্টোপাধ্যায়: ফেব্রুয়ারি মাসের ১ ও ৩ তারিখ দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত হতে চলেছে 'ভারত মোবিলিটি শো'। একই জায়গায় এই প্রথম একটা বিশাল অটো এক্সপো হতে চলেছে ভারতে। দেশের সবধরনের শিল্পপ্রতিষ্ঠানের তরফেই প্রতিনিধিরা থাকবেন এই শো-তে। আর সেখানেই মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz) তাদের নতুন কনসেপ্টের প্রথম প্রদর্শনী করতে চলেছে। EQG Electric কনসেপ্ট নিয়ে আসছে এই সংস্থা।


কী এই EQG Concept ?


মূলত EQG বলতে বোঝায় G-Class গাড়ির ইলেকট্রিক ভার্সন যেখানে নিয়ার প্রোডাকশন ফর্মে রাখা হয় মডেলের চেহারা। অফ রোডার গাড়ির ভবিষ্যতের ইলেকট্রিক ভার্সনের চেহারা অনেকটা এরকমই দাঁড়াবে। EQG কনসেপ্ট G-Class-এর মত একইরকম দেখতে লাগলেও এতে এমবেড করা আছে EQ স্টাইলিং।


কী ফিচার্স ?


এই অফ-রোডারের রিয়ারে একটা কভার লাগানো রয়েছে চার্জিং কেবলের জন্য, স্ট্যান্ডার্ড জি-ওয়াগেনের মত এর স্পেয়ার হুইলগুলি নয় একেবারেই। অন্যান্য স্টাইলিং ফিচার্সের মধ্যে উল্লেখ করতেই হয় থ্রি-ডি স্টার এবং একটি রুফ র‍্যাকের যেখানে আবার এলইডি স্ট্রিপ বসান আছে।


আকার


EQG গাড়ির (Mercedes-Benz) আকার অনেকটা জি-ওয়াগেনের মত হলেও EQ ব্র্যান্ডের দৌলতে অনেক বদল আনা হয়েছে। EQG গাড়িতে মূল আকর্ষণ থাকে ল্যাডার-ফ্রেম চেসিসের আর এর কারণেই এই মডেলের গাড়িটি বিখ্যাত।


ইঞ্জিন


EQG গাড়িতে থাকছে চারটি ইলেকট্রিক মোটর, ২টি স্পিড গিয়ারবক্স। এই মোটরগুলি পুরোটাই হুইল-মাউন্টেড এবং অফ-রোডিংয়ের জন্য এটি আরও ভাল টর্ক উৎপন্ন করতে পারে ডিজেল বা পেট্রোল ভার্সনের তুলনায়।


ইন্টিরিয়র


EQG-র ইন্টিরিয়র স্টাইলিং একেবারেই আলাদা। একটা বিশাল বড় স্ক্রিন থাকছে, আলাদা কেবিন ডিজাইনও এই গাড়িতে বাড়তি পাওনা। EQ গাড়িতে একটা হাইপার স্ক্রিন থাকে ঠিকই, তবে এ মডেলেও একইরকম হাইপার স্ক্রিন থাকে কিনা তা দেখার।


জি-ক্লাস গাড়ির দুনিয়ায় এই EQG মডেল একটা বড়সড় বিপ্লব ঘটাতে চলেছে। ২০২৫ সালেই ভারতের বাজারে চলে আসবে এই মডেলের মার্সিডিজ বেঞ্জ, তবে তাঁর আগে ভারত মোবিলিটি শো-তে দেখানো হবে এই গাড়ির কনসেপ্ট।  


Marcedes Benz G Class বা G Wagen –এর মডেলগুলি সম্প্রতি ভারতের বাজারে এসেছে। বিলাসবহুল এই গাড়ি নিয়ে যে কোনও জায়গায় চলে যাওয়া যায়। দাম ২.৫ কোটি টাকা। আদপে এই গাড়িগুলিকে বলা হয় অফ-রোডার। ৭০ দশকের অফ রোডারের (Off-Roader) বর্তমান সংস্করণ বলা চলে এই জি-ওয়াগেন বা জি-ক্লাসের গাড়িগুলিকে। সুবিধে এই যে গাড়ি (Mercedes-Benz G 400d) নিয়ে যেখানে খুশি ঘুরে আসা যায়। একইসঙ্গে লাক্সারি এবং ট্রাভেলার। এবার জি-ওয়াগেনকে ছাপিয়ে আরও অভিনব অফ রোডার আনতে চলেছে EQG মডেলের হাত ধরে।


আরও পড়ুন: Mercedes-Benz G 400d: ভারতের বাজারে মার্সিডিজ বেঞ্জের নতুন মডেল, G-wagen সিরিজের সেরা গাড়ি


Car loan Information:

Calculate Car Loan EMI