Bajaj Pulsar P150 Vs Yamaha FZ V3: দেশে টু-হুইলারের বিভাগে বেড়েই চলেছে স্পোর্টস বাইকের চাহিদা।  স্পোর্টস বাইকের ক্ষেত্রে 150cc সেগমেন্ট খুবই জনপ্রিয়। এই বিভাগে দুটি বাইকের মধ্য়ে রয়েছে কঠিন প্রতিযোগিতা। সম্প্রতি বাজাজের Pulsar P 150 লঞ্চের পর থেকেই তুলনা শুরু হয়েছে  Yamaha FZ FI V3-র সঙ্গে। জেনে নিন, এই দুই বাইকরে মধ্য়ে কে এগিয়ে।


Bajaj Pulsar P150 Vs Yamaha FZ V3: দামের তুলনামূলক আলোচনা 
বাজাজ অটোর পালসার P150 স্পোর্টস বাইকটি সম্প্রতি 1,16,755 টাকার এক্স-শোরুম দামে লঞ্চ হয়েছে। যদিও এর টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে 1,19,757 টাকা।
পাশাপাশি Yamaha-র FZ V3 বাইক বাজারে পাওয়া যাচ্ছে কেবল একটি ভেরিয়েন্টে। দিল্লিতে এই বাইকটির এক্স-শোরুম প্রাইস 1,13,700 টাকা।


Bike Comparison: ইঞ্জিনের তুলনা
Bajaj-এর Pulsar P 150-এ 149.68 cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 14.5 PS শক্তি ও 13.5 নিউটন মিটারের সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি 5 স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। Yamaha FZ V3 বাইকটি একটি সিঙ্গল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড 149cc ইঞ্জিনে চেল। যা 12.4 PS শক্তি ও 13.6 Nm টর্ক উৎপন্ন করে। এতে একটি 5 স্পিড গিয়ারবক্স পাওয়া যায়।


Bike News: ব্রেক ও সাসপেনশন
Bajaj Pulsar P150 সামনে ও পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এর সঙ্গে এতে সিঙ্গল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে। সাসপেনশন সিস্টেমের জন্য এই বাইকে 37 এমএম ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক ও পিছনের মনোশক সাসপেনশন সিস্টেম রয়েছে।Yamaha FZ V3 ব্রেকিং সিস্টেমের জন্য একটি সিঙ্গল চ্যানেল ABS সিস্টেম সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক পাওয়া যায়। সাসপেনশন সিস্টেম হিসেবে বাইকটি প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক রেয়ার সাসপেনশন ও সামনের দিকে কনভেনশন টেলিস্কোপিক ফর্ক রয়েছে।


Bajaj Pulsar P150 Vs Yamaha FZ V3: কোনটি বেছে নেওয়া সেরা হবে ?
দাম, ইঞ্জিন, ব্রেকিং সিস্টেমের দিক থেকে Bajaj Pulsar P150 ও Yamaha FZ V3 প্রায় একই রকম। বাজাজ পালসার আক্রমণাত্মক চেহারা সহ একটি হালকা স্পোর্টস বাইক বলে মনে হবে।অন্যদিকে Yamaha FZ V3-তে একটি আক্রমণাত্মক নকশা দেওয়া হয়েছে। এটি একটি স্ট্রিট ফাইটার বাইক। দেখতে গেলে দুটি বাইকেই আগ্রাসী ডিজাইন দেওয়া হয়েছে। 


আরও পড়ুন : Ultraviolette F77 BIKE: দেশের দ্রুততম ইলেকট্রিক বাইক ! একবার চার্জে যাবে ৩০৮ কিলোমিটার


Car loan Information:

Calculate Car Loan EMI