Bike News: BMW Motorrad সম্প্রতি ভারতে লঞ্চ করেছে R 1300 GS মডেলটি। এর দাম ২০.৯৫ লক্ষ টাকা। বর্তমানে বাজারে যে R 1250 GS বাইকের মডেলটি পাওয়া যায়, এই নতুন মডেল তাঁর থেকেও বেশি শক্তিশালী এবং এর প্রারম্ভিক মূল্যও ৪০ হাজার টাকা বেশি। BMW-র নতুন বাইকে কী ফিচার্স আছে ?
ভ্যারিয়ান্ট ও স্পেসিফিকেশন
BMW-র নতুন R1300 GS মডেলটিতে ১৩০০ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এতে কম্প্রেশন রেশিও আছে ১৩.৩:১। তবে এর আগের মডেলে ইঞ্জিন ছিল ১২৫০ সিসির। আগের ইঞ্জিনে ১৩৪ এইচপি ও ১৪৩ এনএম ক্ষমতা উৎপন্ন হত, তাঁর থেকে এখনকার ইঞ্জিনে উৎপন্ন হয় ১৪৫ এইচপি এবং ১৪৯ এনএম শক্তি।
এর ফুয়েল ট্যাঙ্কের ওজন ১৯ লিটার। সব মিলিয়ে BMW 1300 GS বাইকের ওজন ২৩৭ কেজি। তবে এতে আগের মডেলের থেকে এক লিটার কম রয়েছে ফুয়েল ট্যাঙ্কের আয়তন। আন্তর্জাতিক বাজারের কথা বাদ দিলে, ভারতে যে সমস্ত বিএমডব্লিউর মডেল পাওয়া যাবে সেখানে সব সময় অ্যালয় হুইল বা স্পোক রিমের বদলে ক্রস স্পোক টিউবলেস হুইল থাকবে স্ট্যান্ডার্ড হিসেবে।
BMW R1300 GS মডেলের অন্যান্য স্ট্যান্ডার্ড ফিচার্সের মধ্যে রয়েছে কমফর্ট এবং ডায়নামিক প্যাকেজ যার মধ্যে আছে একটি ইলেকট্রনিক উইন্ডস্ক্রিন, বাই ডাইরেকশনাল কুইক শিফটার, সেন্টার স্ট্যান্ড, প্রো রাইডিং মোড এবং আরও অনেক কিছু। এর সঙ্গে টুরিং প্যাকেজটি স্ট্যান্ডার্ড মডেলেই পাওয়া যাবে, বেস লাইট হুইলের মত। এই প্যাকেজের মধ্যে আছে প্যানিয়ার মাউন্টস, ক্রোমড এক্সহস্ট হেডার পাইপস, নাকল গার্ড, জিপিএস ডিভাইস।
ভারতে এর ট্রিপল ব্ল্যাক ভ্যারিয়ান্ট একমাত্র ভ্যারিয়ান্ট যাতে থাকবে অ্যাডাপ্টিভ রাইড হাইট ফিচার। রাডার অ্যাসিস্টেড সেফটি ফিচার্স যেমন ক্রুজ কনট্রোল, ফ্রন্ট কলিশন ওয়ার্নিং, আকর্ষণীয় সবুজ ও হলুদ পেইন্ট অপশন এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য। তবে এর টপ মডেলে এখনও ARH অপশন ইনস্টল করা থাকছে না।
অন্য সরঞ্জামও বেছে নিতে পারেন
বিএমডব্লিউর আর ১৩০০ জিএস মডেলের লাইন আপ অনেক জটিল, প্রতি প্যাকে দেখে নিতে হবে কী কী সরঞ্জাম থাকে এবং নতুন বড় আকারের জিএস মডেলে সরঞ্জাম হিসেবে কাজে লাগতে পারে। আপনি চাইলে BMW Motorrad-এর ওয়েবসাইটেও যেতে পারেন। সেখান থেকে কুল বিন কিনে নিতে পারেন।
দাম এবং প্রতিযোগিতা
BMW-র R1300 GS মডেলের বাজারে দাম ধার্য হয়েছে ২০.৯৫ লাখ টাকা। এর দাম Ducati Multistrada V4 line-up-এর থেকে কম। এই নতুন মডেলের দাম ২১.৪৮ লাখ থেকে ৩১.৪৮ লাখ টাকার মধ্যে। অন্যদিকে একই গোত্রে Harley-Davidson Pan America 1250 Special মডেলের দাম ২৪.৫৪ লাখ টাকা। এছাড়া Triumph Tiger 1200 GT Pro মডেলের দাম ১৯.১৯ লাখ টাকা। এই মাসের শেষ থেকেই বিএমডব্লিউর নতুন মডেলের ডেলিভারি শুরু হবে।
আরও পড়ুন: Tata Punch vs Nexon EV: সুরক্ষা পরীক্ষায় সেরার শিরোপা টাটার এই দুই বৈদ্যুতিন গাড়ির, কী ফিচার্স ?
Car loan Information:
Calculate Car Loan EMI