BMW S 1000 XR: বাইকের দুনিয়ায় বিএমডব্লিউ যেন অনেকের কাছেই স্বপ্নের মত। প্রিমিয়াম এবং লাক্সারি বাইকের মধ্যে ভারতের সবথেকে জনপ্রিয় বাইকগুলির একটি হল বিএমডব্লিউ (BMW S 1000XR)। জার্মান কোম্পানি হলেও এর জনপ্রিয়তায় কোনও খামতি নেই এই দেশে। এই সপ্তাহেই মঙ্গলবার বিএমডব্লিউ একটি নতুন বাইক লঞ্চ করেছে। মডেলের নাম S 1000XR। আর সেই মডেল নিয়েই এখন গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২২.৫০ লাখ টাকা দামের এই প্রিমিয়াম বাইকে কী কী স্পেশাল ফিচার্স আছে জানেন ?
মূলত তিনটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এই বাইক (BMW S 1000XR)। ব্ল্যাকস্টর্ম মেটালিক, গ্র্যাভিটিব্লু মেটালিক এবং লাইট হোয়াইট সলিড পেইন্ট বা মোটোস্পোর্ট। এই নতুন মডেলের বাইকটি একেবারে সিবিইউ মোডে বাজারে এসেছে। বিএমডব্লিউ মোটোরাড ইন্ডিয়ার অথরাইজড ডিলারদের কাছে এখন থেকেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে।
বিএমডব্লিউর (BMW S 1000XR) নতুন মডেল হিসেবে একটি স্পোর্টস বাইকের মত এই বাইকটি আসলে লং ডিসট্যান্স ক্যাপাবিলিটি এবং হাই পারফরম্যান্সের মিশেলে তৈরি হয়েছে, এমনটাই বক্তব্য বিএমডব্লিউ ইন্ডিয়া গ্রুপের প্রেসিডেন্ট বিক্রম পাওয়ার। সমস্ত দিকের কথা মাথায় রেখে এই বিএমডব্লিউ মডেলে সুপিরিয়র, স্পোর্টি রাইডিং প্লেজার পাওয়া যাবে, যত দূরের যাত্রাপথই হোক না কেন।
নতুন বিএমডব্লিউ S 1000XR আদপে একটি ইনলাইন ৪ সিলিন্ডারের ইঞ্জিনযুক্ত বাইকের মডেল যেখানে ফ্লো-অপ্টিমাইজ করা থাকে, ইনটেক চ্যানেলও থাকে বিভিন্ন রকমের। এই বাইকে ১৭০ এইচপি পিক আউটপুট মেলে এবং তাঁর সঙ্গে ১১ হাজার আরপিএম, ১১৪ এনএমের টর্ক উৎপন্ন হয়। এই বাইকে মাত্র ৩.২৫ সেকেন্ডের মধ্যেই ১০০ কিমি পর্যন্ত গতি তোলা সম্ভব। আর বিএমডব্লিউর এই নতুন মডেলে সর্বোচ্চ গতি উঠতে পারে ২৫৩ কিমি প্রতি ঘণ্টায়।
এই বাইকে ফিচার্সের তালিকা বিশাল লম্বা। বিভিন্ন রাইডিং মোড, হিটার গ্রিপ্স, ক্রুজ কনট্রোলের মত ফিচার্স রয়েছে বিএমডব্লিউর এই মডেলে। স্ট্যান্ডার্ড হেডলাইট ফিচার্সও রয়েছে এই বাইকে। বাইকটিতে এম স্পোর্ট সিট, এম লাইটওয়েট ব্যাটারি, এম এনডিওরেন্স চেন, এম জিপিএস ল্যাপট্রিগার, স্পোর্টস সাইলেন্সার, টিন্টেড স্পোর্টস উইন্ডস্ক্রিন এবং স্ট্রাইকিং ব্ল্যাক ফিলার ক্যাপের ফিচার রয়েছে। এছাড়াও অ্যাডাপ্টিভ টার্নিং লাইট, টায়ার প্রেসার কনট্রোল, হ্যান্ড প্রোটেকশনের মত ফিচার্স রাখা হয়েছে এখানে।
আরও পড়ুন: Tata Motors: গুজরাতে নতুন কারখানা টাটার, তৈরি হবে যাত্রীবাহী বৈদ্যুতিন গাড়ি; দেখতে কেমন কারখানা
Car loan Information:
Calculate Car Loan EMI