সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতে এখনও পর্যন্ত বেস্ট সেলিং ইভির মধ্যে সবথেকে এগিয়ে আছে আইয়োনিক ৫ মডেলটি। হুন্ডাইয়ের এই মডেলটিই সবথেকে এগিয়ে আছে এই তালিকায়। দামের দিক থেকে এটাই মানুষের বেশি পছন্দ বলে মনে করা হয়। তবে একই দামের রেঞ্জের মধ্যে আরও একটি মডেল আছে BYD Seal। আর এই মডেলটির মাধ্যমেই BYD মূলত প্রিমিয়াম ইভির দুনিয়ায় নিজেদের জায়গা পাকা করে নিতে চাইছে। আর এই ক্ষেত্রে বিওয়াইডি সিলের প্রধান প্রতিদ্বন্দ্বী হুন্ডাই আয়োনিক ৫। বিওয়াইডি সিল একটা প্রিমিয়াম সেডান আর অন্যদিকে হুন্ডাই আয়োনিক ৫ প্রিমিয়াম ইভি গাড়ি। দেখে নেওয়া যাক দাম এবং অন্যান্য ফিচার্সে কে কাকে টেক্কা দেবে ?
কোন গাড়িটা বেশি লম্বা
আয়োনিক ৫ এখন ভারতের মধ্যে সবথেকে বেশি বিক্রি হওয়া প্রিমিয়াম ইভির মধ্যে একটি। এই গাড়িটি ৪৬৩৫ মিমি লম্বা যেখানে বিওয়াইডি সিলের দৈর্ঘ্য ৪৮০০ মিমি। আইয়োনিক ৫ গাড়িটি চওড়ায় ১৮৯০ মিমি এবং অন্যদিকে বিওয়াইডি সিলের প্রস্থ ১৮৭৫ মিমি। আইয়োনিক ৫ অনেকটাই বেশি স্পেসযুক্ত। এর হুইলবেস ৩০০০ মিমি এবং বিওয়াইডি সিলের হুইলবেস ২৯২০ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে আইয়োনিক ৫ এগিয়ে আছে অনেকটাই। আইয়োনিক ৫-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেখানে ১৬৩ মিমি, বিওয়াইডি সিলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিমি।
কোন মডেলের গতি বেশি
বিওয়াইডি সিলে থাকছে দুটো ব্যাটারি প্যাক। থাকছে সিঙ্গল বা ডুয়াল মোটরের অপশন। বেস মডেলে থাকছে 61.44 kWh ব্যাটারি প্যাক, 204PS সিঙ্গল মোটর। তবে এর থেকেও বড় ব্যাটারি প্যাক আছে, 82.56 kWh-এর, আছে 313PS আউটপুট। এর ফ্ল্যাগশিপ AWD ডুয়াল মোটরে আছে 530PS। এই ভার্সনে ৩.৮ সেকেন্ডের মধ্যে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। যেখানে আইয়োনিক ৫ সিঙ্গল মোটর ইঞ্জিন থাকছে 72.6kWh ব্যাটারি প্যাক, 217PS ক্ষমতার ইঞ্জিন।
কোন ইভির রেঞ্জ বেশি
আইয়োনিক ৫ মডেলের রেঞ্জ থাকে ৬৩১ কিমি এবং বিওয়াইডি সিল মডেলের রেঞ্জ আছে ৬৫০ কিমি। দুটিই সিঙ্গল মোটর ভার্সনের রেঞ্জ উল্লিখিত।
কোনটি দামের দিক থেকে বেশি সাশ্রয়ী
বিওয়াইডি সিলের দাম ৪১-৫৩ লাখের মধ্যে যেখানে হুন্ডাই আইয়োনিক ৫-এর দাম ৪৬.০৫ লাখ। বিওয়াইডি সিল মডেলের পারফরম্যান্সের দিক থেকে আইয়োনিক ৫ একটু এগিয়ে, আইয়োনিক ৫ অনেক বেশি স্পেসবহুল, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে অনেক এগিয়ে আইয়োনিক ৫।
আরও পড়ুন: Tork Kratos: ২২,৫০০ টাকা ছাড়ে মিলছে এই ই-বাইক, ফুলচার্জে দৌড়বে ১৮০ কিমি- আরও কী ফিচার্স ?
Car loan Information:
Calculate Car Loan EMI