Electric Bike:  প্রায় প্রতিদিনই কিছু না কিছু ইলেকট্রিক বাইকের মডেল ভারতের বাজারে আসছে। একেক কোম্পানি একেক রকম ফিচার্স নিয়ে হাজির হচ্ছে বাজারে। ভারতে ক্রমেই বেড়ে চলেছে এই ইলেকট্রিক বাইকের চাহিদা। ইলেকট্রিক গাড়ির পাশাপাশি এই ইলেকট্রিক বাইক (Tork Kratos R) কেনার দিকেও ঝুঁকেছেন গ্রাহকরা। তাঁর সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব গাড়ি নির্মাণের জন্যেও এই ইলেকট্রিক বাইক বিকল্প হিসেবে উঠে আসছে। সম্প্রতি টর্ক মোটরসের একটি মডেলে মিলছে বিপুল ছাড়। ইলেকট্রিক বাইক যারা কিনবেন ভাবছেন, তাঁদের কাছে টর্কের এই নতুন মডেল বিকল্প হতেই পারে। দেখে নিন কী ফিচার্স, দাম কত ?


টর্ক ক্রাটোস বাইকের মডেলে পাওয়া যাচ্ছে ২২৫০০ টাকা ছাড়। এই ই-বাইকটির (Tork Kratos R) রেঞ্জ ১৮০ কিমি। অর্থাৎ একবার ফুলচার্জে এই বাইকে যাওয়া যাবে ১৮০ কিমি। ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সম্পন্ন এই বাইকের ইঞ্জিনে তিনটি আলাদা আলাদা রাইডিং মোড পাওয়া যাবে। এর মধ্যে ইকো মোড, স্পোর্ট মোড এবং সিটি মোড রয়েছে। তাছাড়া আছে ইকো প্লাস ও রিভার্স মোড। গাড়ির ইঞ্জিনে সর্বচ্চ ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়।


টর্ক ক্রাটোসের ই বাইকে (Tork Kratos R) সর্বোচ্চ গতি উঠবে ১০৫ কিমি প্রতি ঘণ্টায়। চার্জিংও হবে খুব দ্রুত। এক ঘণ্টার মধ্যেই ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত গতি উঠতে পারে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা। এই বাইকে রয়েছে অত্যাধুনিক সব ফিচার্স। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল থেকে শুরু করে মোবাইল কানেক্টিভিটি ছাড়াও আরও বেশ কিছু ফিচার্স আছে এই বাইকে। অ্যান্টি থেফট, ওটিএ আপডেট, জিও-ফেন্সিং ইত্যাদি সহ মোটর ওয়াক অ্যাসিস্ট্যান্ট, ট্র্যাক মোড, স্মার্ট চার্জের সুবিধাও পাওয়া যাবে এই ই-বাইকে। ১৭ ইঞ্চির অ্যালয় হুইল এই বাইকের অন্যতম বৈশিষ্ট্য। ভারতের বাজারে এর আগেই লঞ্চ হয়েছিল রিভোল্ট আরভি ৪০০-এর মডেলটি। ফলে এর সঙ্গেই পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে টর্ক ক্রাটোস আর।


দাম


এই ইলেকট্রিক বাইকের (Tork Kratos R) আসল দাম ১,৭২,৪৬৯৯ টাকা। তবে ভারত সরকারের FAME II ভর্তুকির জন্য এই গাড়িতে পাওয়া যাচ্ছে ২২৫০০ টাকার ছাড়। অর্থাৎ টর্ক ক্রাটোস এখন পাওয়া যাচ্ছে ১,৪৯,৯৯৯ টাকায়। এটি বাইকটির এক্স শোরুম দাম অর্থাৎ এর মধ্যেই ধরা আছে জিএসটির মূল্যও। তবে এই অফারটি শুধুমাত্র ৩১ মার্চের মধ্যেই পাওয়া যাবে। এই ভর্তুকি যদিও সময়ে সময়ে বদলাতে পারে।


আরও পড়ুন: Income Tax: আয়করের রিফান্ড এখনও পাননি ? ২০২০-২১ অর্থবর্ষের রিফান্ড নিয়ে কী জানাল আয়কর বিভাগ ?


Car loan Information:

Calculate Car Loan EMI