নয়াদিল্লি: ১৫ বছর বা তার বেশি পুরনো গাড়ি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আর সেই গাড়িতে পেট্রোল (Car Fueling) ভরাতে পারবেন না। কোনও পেট্রোল পাম্পে গেলেই গাড়িতে তেল ভরানো যাবে না, এমনটাই নিয়ম হতে চলেছে এবার থেকে। শহরের মধ্যে সমস্ত ফুয়েল স্টেশনকে এই নিয়ম মেনে চলতে হবে। পুরনো গাড়ি (Car Driving Rules) থেকে যে পরিমাণে দূষণ ঘটে তা কমাতে এবং পরিবেশকে সুস্থ রাখতে এই উদ্যোগ নিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী মঞ্জিন্দর সিং শীর্ষ। শনিবার দিল্লি সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
কী বিধি জারি হয়েছে
রাজধানীতে বায়ুদূষণ (Pollution Control) কমানোর জন্য কী কী পদক্ষেপ করা যায় তার জন্য একটি বৈঠক আয়োজিত হয় এদিন এবং এই বৈঠকেই দিল্লির পরিবেশ মন্ত্রী এই বিধি জারি করেন। মঞ্জিন্দর সিং শীর্ষ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বায়ুদূষণ কমাতে পুরনো গাড়ি থেকে দূষক নির্গমন ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়ে কড়া পদক্ষেপ করবে কেন্দ্র। এই বৈঠকে পুরনো যানবাহনের উপরে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক ধোঁয়াশা প্রতিরোধী ব্যবস্থা, বৈদ্যুতিন পাবলিক ট্রান্সপোর্ট রূপান্তরীকরণ সহ অন্য আরও কিছু নীতি বদলের কথা বলা হয়।
কী জানিয়েছেন রাজ্যের মন্ত্রী
বৈঠকের পরে সংবাদমাধ্যমে (Car Driving Rules) রাজ্যের মন্ত্রী জানান, 'আমরা পেট্রোল পাম্পগুলিতে গ্যাজেটগুলি ইনস্টল করছি যার সহায়তায় ১৫ বছর বা তার বেশি পুরনো যানবাহন শনাক্ত করা যাবে এবং সেই গাড়িগুলির জন্য কোনও জ্বালানি তেল সরবরাহ করা হবে না'। তিনি এও বলেন যে দিল্লি সরকার এই সিদ্ধান্তের ব্যাপারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে অবগত করবেন।
পুরনো যানবাহনে জ্বালানি সরবরাহ সীমাবদ্ধ করার পাশাপাশি মঞ্জিন্দর সিং শীর্ষ জানিয়েছেন যে রাজধানীতে সমস্ত উঁচু অট্টালিকা, হোটেল, বাণিজ্যিক কমপ্লেক্সে অ্যান্টি-স্মগ গান ইনস্টল করতে হবে যাতে বায়ুদূষণের মাত্রা কমানো যায়। এছাড়াও তিনি বলেন যে দিল্লির প্রায় ৯০ শতাংশ পাবলিক সিএনজি বাসগুলি ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করা হবে। আর তারপরে ক্লিনার ও দীর্ঘমেয়াদী গণপরিবহনের দিকে জোর দিচ্ছে দিল্লি সরকার। আর বাসগুলিও এক্ষেত্রে আগামী দিনে বৈদ্যুতিন হয়ে যাবে বলেই ধারণা অনেকের।
Car loan Information:
Calculate Car Loan EMI