HSRP Number Plate: ভারতে এখন আইন হয়ে গিয়েছে সমস্ত গাড়ি চালককে তাদের গাড়িতে HSRP নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। HSRP-এর পুরো কথা হল হাই সিকিওরিটি রেজিস্ট্রেশন প্লেট। কেন্দ্র সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে যানবাহনের নিরাপত্তা ও সুরক্ষা (Car Number Plate) বাড়ানো হবে। গাড়ি চুরির মাত্রা এতে কমে যাবে অনেকাংশে। যদি আপনি HSRP নম্বর প্লেট না লাগান গাড়িতে, তাহলে আপনার নামে চালান কাটা হয়ে যেতে পারে।
HSRP আসলে কী ?
HSRP আসলে একটি বিশেষ ধরনের নম্বর প্লেট যা কিনা মেটালের তৈরি এবং এটি একটি মৌলিক স্বতন্ত্র কোড। এতে যানবাহনের তথ্য সংক্রান্ত বেশ কিছু বিশেষ কোড থাকে যা কিনা অন্য কোনও যানবাহনে নকল করে নেওয়া খুবই দুঃসাধ্য। এর সঙ্গে এই নম্বর প্লেটে লাগানো রয়েছে একটি হলোগ্রাম স্টিকার যা কিনা এই যানবাহনের পরিচয় বহন করে।
কেন HSRP নম্বর প্লেট প্রয়োজনীয়
HSRP নম্বর প্লেট যানবাহন চুরি হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে। গাড়িকে খুব সহজেই ট্র্যাক করা যায় এই নম্বর প্লেটের মধ্য দিয়ে। এই নম্বর প্লেটে থাকবে একটি মৌলিক স্বতন্ত্র কোড যা স্ক্যান করে পুলিশ বা সংশ্লিষ্ট আধিকারিকরা সহজেই সেই যানবাহনের তথ্য পাওয়া যাবে। এই HSRP নম্বর প্লেটের মাধ্যমে খুব সহজেই নকল নম্বর প্লেট ধরে ফেলা যায়।
যদি আপনি আপনার গাড়িতে এই HSRP নম্বর প্লেট না লাগান, তাহলে বড় অঙ্কের চালান কাটা হতে পারে আপনার নামে। এই চালানের অঙ্ক একেকটি রাজ্যে একেক রকম হতে পারে। তবে গড়ে ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চালানে কাটা হতে পারে। ট্রাফিক পুলিশ এই চালান কাটবে আপনার নামে।
HSRP-র জন্য কীভাবে আবেদন করবেন
HSRP নম্বর প্লেটের জন্য আবেদন করা খুবই সহজ। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই নম্বর প্লেটের জন্য আবেদন করা যায়। প্রথমেই যানবাহন রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে যেতে হবে আপনাকে, যেটা আপনার রাজ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট। সেখানে নির্বাচন করতে হবে HSRP বিকল্প। সেখানে আপনার যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর ইত্যাদি তথ্য দিতে হবে। আবেদনের ফি অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এর মাধ্যমেই কনফারমেশন পাবেন আপনি। এখান থেকেই আপনাকে একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হবে যেদিন আপনি আপনার HSRP নম্বর প্লেট পাবেন।
আরও পড়ুন: Bajaj Chetak: ২০ হাজার টাকা পর্যন্ত কমবে ই-স্কুটারের দাম, সীমিত সময়ের অফার নিয়ে এল বাজাজ চেতক
Car loan Information:
Calculate Car Loan EMI