সোমনাথ চট্টোপাধ্যায়:  যে কোনও সুপারকারের থেকেও আকর্ষণের দিক থেকে এমজি কমেট কোনও অংশে কম নয়। সকলের নজর কাড়তে এক মিনিটও সময় নেবে না এই গাড়ি। তবে এই গাড়িটি কি খুবই র‍্যাডিকাল নাকি ওয়ান সাইডেড অ্যাপিলের ? এর আগে আমি বহুবার এই গাড়ি (MG Comet) চালিয়ে দেখেছি, তবে এই প্রথম দীর্ঘ সময়ের জন্য একটা যথাযথ পরীক্ষার জন্য গাড়িটি চালাতে পারছি। তবে এ কথা বলাই যায় যেহেতু এখন গাড়ির দাম অনেকটাই কমে গিয়েছে, সেদিক থেকে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে এই এমজি কমেট।


আমার কাছে এই গাড়ির লুক সামান্য অদ্ভুত আর এটাই এর আবেদন ধরে রেখেছে বলা চলে। এর ছোট্ট আকার যে কোনও গাড়িপ্রেমীর নজর কাড়তে বাধ্য। অন্যান্য ভাল রঙের ভ্যারিয়্যান্ট থাকলেও সাদা রঙের মডেলটিই সবথেকে বেশি নজর কাড়ে। মনে হয়, এটাই সব থেকে ছোট গাড়ি (MG Comet) যা আপনি ভারতের বাজারে কিনতে পারবেন। শুধু তাই নয়, এর লুক অত্যন্ত র‍্যাডিক্যাল এবং প্রিমিয়াম ছোঁয়া রয়েছে। গাড়ির বিল্ড কোয়ালিটি এতটাই ভাল যে মনে হয় না কম বাজেটে ধরানোর জন্য তৈরি করা হয়েছে।


আইপডের মত দেখতে কি-গুলো খুবই ভাল এবং একেবারে অন্য ধরনের। কেবিনের ধাঁচ দেখলে মনে হবে একেবারে সেরা গাড়িটি কিনেছেন আপনি। বড় টুইন স্ক্রিন, সঙ্গে ক্রিস্পি লে আউট একে একটা অন্য মাত্রা দিয়েছে। একেবারে প্রিমিয়াম ফিল এনে দেয় এই গাড়িতে (MG Comet)। তবে ড্রাইভিং পজিশনের কথা বলতে হলে একই মন্তব্য করা যায় না। সিট অ্যাডজাস্টমেন্টে একটু সমস্যা রয়েই গিয়েছে, আমার মত লম্বা মানুষদের জন্য এটা একটু অসুবিধেজনক। তবে গাড়ির ভিতরের স্পেস নিয়ে কোনও মন্তব্য করা যাবে না। হেডরুম এবং লেগরুমে যথাযথ স্পেস রাখা হয়েছে এই গাড়িতে। রিয়ার সিটেও রয়েছে যথাযথ স্পেস। তবে গাড়ির ভিতরে অ্যাক্সেস খুব একটা সহজ নয়, বয়স্ক মানুষদের সমস্যা হতে পারে।


স্টোরেজ বেশ অনেকটাই কম এবং অডিয়ো খুব একটা ভাল লাগেনি আমার। তবে একই দামের অন্যান্য গাড়ির তুলনায় এর কেবিন যথেষ্ট ভাল। পার্কিং বা রাস্তাঘাটে যেখানে-সেখানে নিয়ে বেরিয়ে পড়ার ক্ষেত্রে কোনও অসুবিধেই হবে না। টায়ারের ক্ষেত্রে এখনও অনেকটাই নয়েস লক্ষ করা গিয়েছে। ছোট আকারের চাকার কারণে স্পিড ব্রেকারের কাছে এলে ব্রেক কষলে বাউন্স করছে। এর রেঞ্জ বলা হয়েছে ১৯০ কিমি, যদিও এটি আপনি কোন রাস্তায় কীভাবে চালাচ্ছেন তার উপর কমে-বাড়ে।


দাম এর অনেকটাই কমে গিয়েছে। বেস প্রাইস এখন মাত্র ৭ লাখ টাকা। সর্বোচ্চ দাম ৮.৫ লাখ টাকা। দামের দিক থেকে এমজি কমেট এখন অনেকটাই সস্তা। একটা পেট্রল গাড়ির তুলনায় এই গাড়ি (MG Comet) চালাতে অনেক সাশ্রয় হবে আপনার।


কী পছন্দ- লুকস, ইন্টিরিয়র, রেঞ্জ, ইউজেবিলিটি, দাম


কী পছন্দ নয়- ফাস্ট চার্জিং নেই, রিয়ার সিটের অ্যাক্সেস সহজ নয়, বাউন্সি রাউড


আরও পড়ুন: Kinetic E-Luna: আত্মপ্রকাশ ই-লুনার ! দাম কত ?


Car loan Information:

Calculate Car Loan EMI