Ducati Multistrada V4 RS: দুকাতি তার নতুন বাইকের বলা ভাল স্পোর্টস বাইকের ফিচার্স সমাজমাধ্যমে শেয়ার করেছে। ভারতের বাজারে আরও একটি দারুণ বাইক লঞ্চ হতে চলেছে। Ducati Multistrada V4 RS সংস্থা জুন মাসে তাদের (Ducati Bikes) নাম নথিভুক্ত করেছিল ভারতের বাজারে। মাল্টিস্ট্রাডা প্ল্যাটফর্মে লঞ্চ করা এই বাইক বহু গ্রাহককে অ্যাডভেঞ্চার এনে দেবে বলেই দাবি করছে সংস্থা। কত দাম, কী ফিচার্স এই বাইকে ?


দুকাতির নতুন বাইকের বৈশিষ্ট্য


২০২৩ সালের অক্টোবর মাসে দুকাতির এই প্ল্যাটফর্ম ভারতের বাজারে জায়গা করে নিয়েছিল প্রথম। এই মাল্টিস্ট্র্যাডা প্ল্যাটফর্ম থেকে নতুন একটি স্পোর্টস বাইক নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই সময় থেকেই। এই বাইক সম্পূর্ণরূপে আমদানি করা হবে বিদেশ থেকে। বাইকে রাখা হবে Panigle V4 ইঞ্জিন। দুকাতির এই বাইকে রয়েছে ১১০৩ ডেসমোডিসি স্ট্রাডল ভি৪ ইঞ্জিন। এই ইঞ্জিন ১৩,৫০০ আরপিএমে ১৭৭  বিএইচপি শক্তি উৎপন্ন করে ও ৯৫০০ আরপিএমে ১১ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকের ইঞ্জিনকে বলা যায় আরও ভাল ট্র্যাক ওরিয়েন্টেড।


বাইকের ওজন আরও ৩ কেজি কম


মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস বাইকে Pirelli Diablo Rosso IV Corsa টায়ার শডের সঙ্গে হালকা ওজনের ১৭ ইঞ্চি নকল মার্চেসিনি অ্যালয় লাগানো হবে, এই টায়ারের কারণে এই বাইকের ওজন মাল্টিস্ট্রাডা ভি৪ পাইকস পিকের তুলনায় প্রায় ৩ কেজি কম হবে।


দুকাতি বাইকে বিশেষ কী থাকবে


দুকাতির শক্তিশালী বাইকে থাকবে একটি ৬.৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। এর সঙ্গে এই বাইকে রয়েছে চারটি পাওয়ার মোড। হুইল কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, বাই ডিরেকশনাল কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোলের মত অনেক ফিচার দিয়ে সজ্জিত এই বাইক ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে।


মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস-এর দাম কত হবে


দুকাতির এই নতুন বাইক আসলে মাল্টিস্ট্রাডা পরিবারের টপ স্পেক মডেল। দুকাতির এই পারফরম্যান্স বেসড বাইক বাজারে আসবে ৩০ লক্ষ টাকার এক্স শোরুম দাম নিয়ে। দুকাতি মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস বর্তমানে ভারতের বাজারে বিএমডব্লিউ এম ১০০০ এক্স আর মডেলকে কঠিন প্রতিযোগিতা দিতে চলেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Toll Tax: FASTag-এর দিন শেষ ? টোল ট্যাক্স দেওয়ার নিয়মে আমূল বদল আনছে কেন্দ্র


Car loan Information:

Calculate Car Loan EMI