সোমনাথ চট্টোপাধ্যায়: দেশের সবথেকে জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ড এবার বাজারে নতুন একটি বাইকের মডেল নিয়ে আসতে চলেছে। দেশে জনপ্রিয়তার দিক থেকেও শীর্ষে আছে এই সংস্থার বাইক। এবার ৪৫০ সিসির ইঞ্জিনের সঙ্গে নতুন একটি বাইক রয়্যাল এনফিল্ড গেরিলা (Royal Enfield Guerilla) লঞ্চ করতে চলেছে। আশা করা যাচ্ছে যে, এই বাইকের দাম রয়্যাল এনফিল্ডের হিমালয়ান মডেলের থেকে কমই হবে। একটা রোডস্টার হতে চলেছে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Bikes) এই নয়া বাইক।


ইঞ্জিন


রয়্যাল এনফিল্ডের এই বাইকের ইঞ্জিন অনেক শক্তিশালী হতে চলেছে। ৪৫২ সিসির লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন হতে চলেছে এই বাইকের ইঞ্জিন। হিমালয়ান ৪৫০ মডেলের ইঞ্জিনের মতই সমগোত্রীয় হবে এই মডেলের ইঞ্জিন। এই ইঞ্জিনে (Royal Enfield Guerilla) ৪০ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হবে। একইসঙ্গে এতে থাকবে ৬ স্পিডের গিয়ারবক্স। এই বাইকের ডিজাইন নজর কাড়বেই। একতা এলইডি হেডলাইট দেওয়া থাকবে, তবে এর ফুয়েল ট্যাঙ্ক পুরো হিমালয়ান ৪৫০-র মতই হবে। রয়্যাল এনফিল্ড গেরিলার আকর্ষণ থাকবে এর ১৭ ইঞ্চির অ্যালয় হুইল।


ফিচার্স


রয়্যাল এনফিল্ড গেরিলাতে যুক্ত হয়েছে বহু আধুনিক ফিচার্স। টাচস্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর ইত্যাদি। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ বাইকেও রয়েছে এই একই ফিচার্স। ডুয়াল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক দুইই দেখা যাবে এই গাড়িতে। আর এই কারণেই রোডস্টার হিসেবে এই বাইক (Royal Enfield Guerilla) থাকবে শীর্ষে।


দাম কত হবে


জানা গিয়েছে রয়্যাল এনফিল্ড তাঁর হিমালয়ান ৪৫০ বাইকের থেকেও কম দামে ভারতের বাজারে আনবে গেরিলা মডেলটি। আর বাজারে আসার পর থেকেই ট্রায়াম্ফ ৪০০ বাইকের সঙ্গে জোর টেক্কা দেবে এই মডেল। রয়্যাল এনফিল্ড এই বছর আরও কয়েকটি গাড়ি বাজারে আনবে, তাঁর প্রথম ধাপ শুরু হল রয়্যাল এনফিল্ড গেরিলাকে দিয়ে।


সম্প্রতি জাওয়া-র একটি নতুন ভ্যারিয়ান্ট বাজারে এসেছে আর সেই কারণে জাওয়ার এন্ট্রি লেভের মডেলে দাম কমে গিয়েছে ১৬ হাজার টাকা। আরও কিছু সংস্থায় ছাড় দিচ্ছে তাদের বাইকে। এরই মাঝে রয়্যাল এনফিল্ড লঞ্চ করছে তাদের নতুন মডেল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Upcoming Bikes: নতুন বাইক কিনবেন ভাবছেন ? জুলাইতেই বাজারে আসছে এই ৫ নতুন মডেল


Car loan Information:

Calculate Car Loan EMI