সোমনাথ চট্টোপাধ্যায়: বাজারে এই প্রথম বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে ফেরারি। সংস্থার তরফে জানা গিয়েছে আগামী বছরের শেষ দিকেই বাজারে আসবে ফেরারির গাড়ি (Ferrari Cars)। এই নতুন ফেরারি বৈদ্যুতিন গাড়ি ইতালিয়ান এই গাড়ি নির্মাতা সংস্থার প্রথম বৈদ্যুতিন গাড়ি হতে চলেছে। এখনও পর্যন্ত ফেরারির যে সমত গাড়ি (Ferrari EV Cars) এসেছে বাজারে, তাঁর থেকেও দুর্দান্ত লুক থাকবে এই গাড়িতে। তবে এই গাড়ি সম্পর্কে এখনও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।


জানা যায়নি এই গাড়ির ব্যাটারি প্যাক এবং পারফরম্যান্স অন অফার সম্পর্কে। এই নতুন ফেরারি ইভিতে থাকবে একটা টিপিক্যাল ফেরারি রোর যা কিনা এই ব্র্যান্ডের (Ferrari EV Cars) সঙ্গে সরাসরি জুড়ে থাকবে। এর পারফরম্যান্সের পাশাপাশি এর সাউন্ডও অনেক উন্নত হবে। এর অথেন্টিক অডিওট্র্যাক চমকে দেবে গাড়িপ্রেমীদের। তবে নতুন এই ফেরারি ইভি অন্যান্য প্রোটোটাইপ গাড়ির টেস্ট মিউলের মত দেখতে হবে না। সেই প্রোটোটাইপগুলি সাধারণত অন্য এক্সটিরিয়রে ঢাকা থাকে এবং এর মধ্যে আরও অন্যান্য গাড়ির লুক মিশে থাকে যাতে আসল গাড়ির লুক প্রকাশ্যে না আসে প্রথমেই। আসল ডিজাইন লুকোনোর জন্যেই এই কৌশল অবলম্বন করা হয়।


ইভি ফেরারি গাড়ির (Ferrari EV Cars) টেস্টিং মডেলের প্রথম লুক দেখেই মনে করা হচ্ছে এর এক্সটিরিয়র লুকের মধ্যে Maserati Levante গাড়ির ছাপ রয়েছে। বিশেষ করে এর রিয়ার লুক একেবারে সেই গাড়ির মতই দেখতে। এই বৈদ্যুতিন গাড়ি একটা বিরাট বড় হ্যাচব্যাকের মত দেখতে হলেও এটিই যে এর ফাইনাল লুক হবে তা আশা করা যাচ্ছে না। এখন এর ইভি পাওয়ারট্রেন যাচাই করার জন্যেই এমন লুক আনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখনও বডি স্টাইল কী হবে তা না জানালেও ধারণা করা যায় যে এটি জিটি স্টাইলের টু-ডোর গাড়ি হবে। ইভি ফেরারিরতে ৪টে দরজা থাকবে না এটা আবশ্যিক। এর প্রিমিয়াম এন্ডের দাম ৪-৫ কোটিতে দাঁড়াবে। ফেরারি তাঁর নতুন ই-বিল্ডিংয়ে এই গাড়ির নির্মাণ শুরু করবে জানা গিয়েছে। তবে ICE গাড়ির কথাও ভাবছে এই সংস্থা। প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আনার চেষ্টা করছে সংস্থা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।       


আরও পড়ুন: Hero Bikes: নয়া মডেল আসছে Hero Karizma-র, দারুণ সব ফিচার্স- মাত্র ১০০ জনই পাবেন কেনার সুযোগ


Car loan Information:

Calculate Car Loan EMI