Electric Two Seater: মূলত রোডস্টার গাড়ি নির্মাণের জন্যেই বাজারে বহুল পরিচিত এমজি মোটরস। আর এবার একটি প্রদর্শনীতে এমজি মোটরস দেখাল তাঁদের অত্যাধুনিক সাইবারস্টার মডেল। এই মডেলের হাত ধরেই ভারতের বাজারে আবার রোডস্টারের ঐতিহ্য ফিরিয়ে আনছে এমজি মোটরস। এমজি সাইবারস্টারের এই মডেলটি একটি অল-ইলেকট্রিক সাশ্রয়ী রোডস্টার স্পোর্টস কার (MG Cyberster), এটি বাজারে আসছে এর সিজর ডোরসের অভিনব ডিজাইন নিয়ে।


ডিজাইন ও লুক


এটি দেখতে অনেকটাই কম্প্যাক্ট, অ্যাগ্রেসিভ এবং অনেকটা শার্প লুকের যেখানে এর সুপারকারের মত সিজর ডোর একে একটা অন্য মাত্রা দিয়েছে। গাড়ির ছাদ হল ফেব্রিকের, আর এই ছাদ নেমে আসতে মাত্র ১০ সেকেন্ড সময় লাগে। এটি রোডস্টারের (MG Cyberster) একটি থ্রো ব্যাক মডেল, আর এর মাধ্যমেই এমজি তাঁর সিগনেচার গাড়ি নির্মাণের দুনিয়ায় প্রবেশ করতে চলেছে।


পারফরম্যান্স কেমন হবে


এই গাড়ির মডেলে সাইবারস্টারে একটি টুইন মোটর লে আউট রয়েছে, এতে ৫১০ বিএইচপি ক্ষমতা তৈরি হয়। এর মানে হল এটির সেরা স্পেসিফিকেশনে সাইবারস্টারের মডেল খুব দ্রুত চলবে এবং যে কোনও স্পোর্টস কারের মতই পারফরম্যান্স দেবে। আর এই এমজি সাইবারস্টারের রেঞ্জ আশা করা হচ্ছে ৪৫০ কিমি-র মধ্যেই থাকবে যা কিনা স্পোর্টস কারের মতই রেঞ্জ।


ইন্টিরিয়রের লুক


এই মডেলের (MG Cyberster) একটি সিঙ্গল মোটর ভার্সন রয়েছে, রিয়ার হুইল ড্রাইভের সঙ্গেই আসবে এই মডেল। আর এর মধ্যে এমন অনেক প্রযুক্তিগত সুবিধে আছে যা আপনাকে চমকে দিতে পারে। ভাবা যায় এই এমজি সাইবারস্টারের মধ্যে আছে চার চারটে স্ক্রিন। ইন্টিরিয়রের ডিজাইন কখনও রেট্রো নয় যদিও, কিন্তু একইসঙ্গে এই মডেল অনেকটাই বিলাসবহুল। সারা বিশ্বের গাড়ির বাজারে সাইবারস্টার একটি নতুন মডেল, যদিও এমজি এই মডেলকে একটি হালো কার হিসেবেই ব্যবহার করবে। প্রশ্ন হল ভারতে কি আসবে এই গাড়ি ?


দাম কী হবে


ভারতে সেভাবে স্পোর্টস কার নেই বললেই চলে, তাঁর উপর ইলেকট্রিক স্পোর্টস কার তো নেই বললেই চলে।  ফলে এমজি মোটরসের এই নতুন মডেলের প্রদর্শনী দেখেই ভারতের গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। যদিও এটি আমদানি করা হলে এর দাম যে খুব একটা কম হবে তেমনটা নয়। তবে এক্ষেত্রে গাড়ি কতগুলি বিক্রি হচ্ছে তা নিয়ে এমজি মোটরস চিন্তিত নয়, খুব কম সংখ্যায় বিক্রি হলেও ভারতের বাজারে এর ক্রেতা তৈরি হলে তা এমজি মোটরসের জন্য খুবই ভাল।   


আরও পড়ুন: EV Charging Station: দেশের পেট্রোল পাম্পগুলিতেই থাকবে ইভি চার্জিংয়ের ব্যবস্থা ! কী পরিকল্পনা টাটার ?


Car loan Information:

Calculate Car Loan EMI