BMW Scooter: শুধু কম দামের ই-স্কুটার নয়, এবার প্রিমিয়াম বৈদ্যুতিন স্কুটারের জগতেও সাড়া পড়বে ভারতে। বিএমডব্লিউ আনছে নতুন বৈদ্যুতিন স্কুটার (BMW Electric Scooter)। এই মাসেই বাজারে আসবে এই স্কুটার। ইতিমধ্যেই স্কুটারের বুকিং শুরু করে দিয়েছে সংস্থা। জার্মানির এই গাড়ি-বাইক-স্কুটার নির্মাতা ব্র্যান্ড এবার ভারতের বাজারেও প্রিমিয়াম স্কুটার (Electric Scooter) নিয়ে বাজার দখল করবে। বিএমডব্লিউ মোটোরাডের পক্ষ থেকে আসছে সিই ০৪ মডেলের বৈদ্যুতিন স্কুটার। লুক দেখলে চমকে যাবেন আপনিও। কী ফিচার্স ? দামই বা কত ?
ডিজাইন কেমন
বিএমডব্লিউ সিই ০৪ মডেলে একটি দুরন্ত লুক থাকছে যা একেবারে অন্য যে কোনও স্কুটারের থেকে আলাদা। আধুনিক মিনিমালিজমের উপর দাঁড়িয়ে এই স্কুটারের লুক। এমনকী এতে রয়েছে ফিউচারিস্টিক এলিমেন্টও। ফ্ল্যাট হ্যান্ডলবার, স্কাল্পটেড বডিওয়ার্ক, এলইডি লাইটিং সব মিলিয়ে এই স্কুটারে একটা স্বতন্ত্র সিল্যুট তৈরি করে যা দেখলে আপনারও মাথা ঘুরে যাবে, চমকে যাবেন আপনি। ফাংশন এবং ফর্মের একবারে যোগ্য মেলবন্ধন ঘটেছে এই ইলেকট্রিক স্কুটারে। এই লুক বোঝায় বিএমডব্লিউর ডিজাইন ফিলোজফি ঠিক কেমন।
কী কী ফিচার্স থাকবে বিএমডব্লিউর ই-স্কুটারে
বিএমডব্লিউর সিই ০৮ মডেলটি এক কথায় হাজারও ফিচার্সে ঠাসা। এই সমস্ত ফিচার্স একাধারে যেমন গাড়ি চালকের আরাম দেবে, সেইসঙ্গে নিরাপত্তাও জোগাবে। একটা বড়সড় ফুল কালারড টিএফটি ডিসপ্লে রয়েছে এই স্কুটারে যা কিনা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিতে সাহায্য করবে। স্মার্টফোন কানেক্টিভিটি তো এই গাড়ির অন্যতম আকর্ষণ। এর মাধ্যমে আপনার ফোনের সঙ্গে এই স্কুটার সবসময় কানেক্টেড থাকবে। এছাড়া উন্নতমানের রাইডার সরঞ্জাম যেমন ট্রাকশান কনট্রোল, এবিএস ইত্যাদিও মিলবে বিএমডব্লিউ সিই ০৪ মডেলে। এতে কনফিডেন্সও বাড়বে চালকের এবং স্কুটারের পারফরম্যান্সও অনেক ভাল হবে। এর এর্গোনমিক ডিজাইন এবং আরামদায়ক সিটিং পজিশন অনেক রিল্যাক্সিং স্ট্রাকচারের মত। শহরাঞ্চলের রাস্তায় যানজটে আটকে পড়লেও এই স্কুটারে বসলে তা নিয়ে বিরক্তি আসবে না।
পাওয়ারট্রেনের সমস্ত তথ্য
এই সিই ০৪ বৈদ্যুতিন স্কুটারে রয়েছে একটি লিকুইড কুলড ইলেকট্রিক মোটর যাতে ৪২ বিএইচপি শক্তি ও ৬২ এনএম টর্ক উৎপন্ন হয়। এর ৮.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির সাহায্যে ভালই রেঞ্জ আসবে স্কুটারে। সর্বোচ্চ ১২০ কিমি গতি ওঠে এই স্কুটারে। এতে রয়েছে অনেকগুলি রাইডিং মোড যার মধ্যে ইকো, রেইন ও রোড খুবই গুরুত্বপূর্ণ।
দাম
বিএমডব্লিউর এই স্কুটার কিনতে ন্যূনতম ১১ লাখ টাকা খরচ হবে। এর সি ৪০০ জিটি মডেলের দাম ১১ লাখ ২৫ হাজার টাকা অর্থাৎ যা কিনা টাটা পাঞ্চের একটি ইভির সমান।
আরও পড়ুন: Driving License: ড্রাইভিং লাইসেন্স করাবেন ? এই ৫ বিষয় না মানলে সমস্যা হতে পারে
Car loan Information:
Calculate Car Loan EMI