Wings EV Robin: ভারতের বাজারে একের পর এক ইভির চাহিদা বাড়ছে। ফলে গাড়িনির্মাতা সংস্থাগুলিও নিত্য নতুন ইভি গাড়ি বাজারে নিয়ে আসছে। পেট্রোল ডিজেলের ঊর্ধ্বমুখী দামের কথা চিন্তা করে এখন বেশিরভাগ মানুষই ইভি (EV Robin) কেনার দিকে ঝুঁকছেন। তবে বেশিরভাগ সময় বাজেটের কারণে ইভি কেনা সম্ভব হয় না মানুষের পক্ষে। তবে এবার বাজারে পাবেন সবথেকে কম দামের ইভি (EV Cars)। এমজি কমেটের থেকেও দাম সস্তা এই ইভির। নাম উইংস ইভি রবিন।


কী ফিচার্স এই ইভি রবিনে


উইংস ইভি সংস্থা তাদের প্রথম এবং নতুন ইভি গাড়ি এবারে বাজারে এনেছে। এটি মূলত একটি মাইক্রো ইলেকট্রিক কার। এর নাম দেওয়া হয়েছে উইংস ইভি রবিন। এই গাড়ির প্রি-বুকিং এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ৫০০০ টাকাতেই হবে প্রি-বুকিং। এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই গাড়িটি সহজেই বুক করে নিতে পারবেন।




এটি ছাড়াও শহরের রাস্তায় চালানোর জন্য এটি একটি নিখুঁত ইভি বলা চলে। সংস্থার তরফে বলা হয়েছে এই ইভিতে রয়েছে একটি লিথিয়াম ফেরাস ফসফেট ব্যাটারি। একবার চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ৯০ কিমি। একইসঙ্গে এই গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৪.৫ ঘণ্টা। ১৫ অ্যাম্পিয়ার সকেটের সাহায্যে এই গাড়িটিতে চার্জ দেওয়া যাবে। গাড়িতে সর্বোচ্চ গতি ওঠে ৬০ কিমি প্রতি ঘণ্টায়।


কত দামে পাবেন


বাজারে এই গাড়ির তিনটি ভ্যারিয়ান্ট আসছে- ই, এস ও এক্স। এর দাম শুরু হচ্ছে ১ লাখ ৯৯ হাজার টাকা থেকে। বেস ভ্যারিয়ান্টের এটাই দাম রাখা হয়েছে। তবে এতে এসির সুবিধে রাখা হয়নি। অন্যান্য দুটি ভ্যারিয়ান্টের দাম যথাক্রমে ২.৫ লাখ ও ২ লাখ ৯৯ হাজার টাকা। এই দুটি ভ্যারিয়ান্টেই রয়েছে এসির সুবিধে।




এমজি কমেট ইভিকে দেবে টক্কর


এমজি মোটর ইন্ডিয়া ইতিমধ্যেই তাদের সবথেকে সস্তায় একটি ইভি গাড়ি নিয়ে এসেছিল বাজারে। ১৭.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, ২৩০ কিমির রেঞ্জ পাওয়া যাবে এই গাড়িতে। এমনকী ব্যাটারির ৮ বছরের ওয়্যার‍্যান্টিও মিলবে। এমজি কমেট ইভিতে রয়েছে এলইডি হেডলাইট, এলইডি টেইলল্যাম্প, আইস্মার্ট কানেক্ট টেকনোলজি, এমনকী ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম। এমজি কমেট ইভির দাম যদিও শুরু হচ্ছে ৬.৯৯ লাখ টাকা থেকে, টপ এন্ড মডেলের দাম ৯.৫৩ লাখ টাকা।


আরও পড়ুন: Toyota Car: হুন্ডাই-মহিন্দ্রার গাড়িকে টেক্কা দেবে টয়োটার এই ৭ সিটার মডেল, দামে কী ফারাক ?


Car loan Information:

Calculate Car Loan EMI