EV Cars: সাধারণ গাড়ির পাশাপাশি এবার ইভি অর্থাৎ বৈদ্যুতিন গাড়ি নির্মাণের দুনিয়াতেও পা রাখতে চলেছে হুন্ডাই মোটরস। ২০২৩ সালের মধ্যেই একটা দুর্ধর্ষ ইভি পোর্টফোলিও (Hyundai EV) বানিয়ে ফেলবে অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই। হুন্ডাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ার ইউসুন চাং ভারতে এসেছিলেন কিছুদিন আগেই এবং তখনই সংস্থার দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী সমস্তরকম পরিকল্পনা বিষয়ে কথা বলেছেন তিনি। বৈদ্যুতিন গাড়ি (Electric Vehicle) আনার বিষয়েও কথা আলোচনা হয়েছে। হুন্ডাই এবার আয়োনিক ৫-এর মত প্রিমিয়াম ইভির বদলে স্থানীয়ভাবে তৈরি ইভির উপর জোর দেবে এই সংস্থা। হুন্ডাই জানিয়েছে ২০২৫ সালের মধ্যেই বার্ষিক ১ মিলিয়ন ইউনিট ইভি তৈরি করার পরিকাঠামো বানাচ্ছে তাঁরা।


সংস্থার বৈদ্যুতিন গাড়ি (Hyundai EV) নির্মাণের পরিকল্পনার বিষয়ে বলতে গিয়ে, হুন্ডাইয়ের এক্সিকিউটিভ জানিয়েছেন, 'আমরা ভারতের বাজারের উপযোগী করে ইভি নির্মাণ করব। সারা দেশের মধ্যে ইভির পরিকাঠামো আরও সমৃদ্ধ করব। ভারতের পরবর্তী প্রজন্মের মোবিলিটি ক্ষেত্রে আমরাই নেতৃত্ব দেব। বৈদ্যুতিনীকরণে একটা বিশেষ ভূমিকা পালন করবে হুন্ডাই এবং এর মাধ্যমে নিজেদের একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে গড়ে তুলবে।


অন্যান্য ডেভেলপমেন্টের মধ্যে থাকছে পুনেতে হুন্ডাই মোটরসের একটা দ্বিতীয় কারখানা গড়ে উঠতে চলেছে। আগামী বছরের মাঝামাঝি সময় এই কারখানা স্থাপিত হবে বলে জানা গিয়েছে। নতুন ইভির (Hyundai EV) কথা বলতে হলে, আগামী বছরই হুন্ডাই তাঁর সর্বপ্রথম স্থানীয়ভাবে নির্মিত ইভি ভারতের বাজারে আনবে বলে জানা গিয়েছে। এই বছরের শুরুর দিক থেকেই চেন্নাই, হায়দরাবাদ ইত্যাদি জায়গায় এই গাড়ির উৎপাদন শুরু হয়ে যাবে।


হুন্ডাইয়ের (Hyundai Motors) পক্ষ থেকে জানানো হয়েছে আদপে এটি একটি ইলেকট্রিক এসইউভি হতে চলেছে। ক্রেটা ইলেকট্রিকের মতই থাকছে এর ফিচার্স। ক্রেটা ইলেকট্রিকই হুন্ডাইয়ের প্রথম স্থানীয়ভাবে নির্মিত ইভি হতে চলেছে। এটাই হুন্ডাইয়ের কি ভলিউম প্লেয়ার হতে চলেছে। ২০২৩ সালের মধ্যেই ৫টি নতুন ইভি আনার কথা জানিয়েছে হুন্ডাই। যেগুলির মধ্যে ডিজাইন, লুক্স, ইন্টিরিয়র, ফিচার্স সবেতেই স্বাতন্ত্র্য থাকবে। আর এই গাড়িগুলির ব্যাটারি নির্মাণের জন্য এক্সাইড এনার্জি সলিউশন্স সংস্থার সঙ্গে মঊ চুক্তি স্বাক্ষরিত হয়েছে হুন্ডাইয়ের।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Car Tips: গাড়িতে বেশিক্ষণ এসি চালালে মাইলেজ কি কমে যায় ? এই বিষয়গুলি জানেন তো ?


Car loan Information:

Calculate Car Loan EMI