RBI Rule: কোথাও দূরে যাওয়ার জন্য আপনার যদি টোল প্লাজার উপর দিয়েই যেতে হয়, তাহলে আপনার FASTag অ্যাকাউন্টে সব সময় রিচার্জ করিয়ে রাখা জরুরি হয়ে পড়ে। যাত্রা শুরু করার আগে FASTag অ্যাকাউন্টের (FASTag Account) ব্যালান্স যাচাই করে নেওয়াও জরুরি হয়ে পড়ে। ব্যালান্স না থাকলে টোল (Toll Tax) না দিতে পারার মত সমস্যায় পড়তে হয় অনেক সময়। দ্বিগুণ টোল দিতে হতে পারে এই কারণে। আর টোল প্লাজায় দাঁড়িয়ে আগে রিচার্জ করে তারপর টোল কাটালে (FASTag Recharge) অনেক সময় চলে যায়। এই সময় যাতে না খরচ হয় অযথা তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক এক নতুন নিয়ম চালু করেছে। রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনে এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা আপনার FASTag অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড হোল্ডাররাও এই সুবিধে পাবেন।
স্বয়ংক্রিয়ভাবেই টাকা ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টে
ফাস্ট্যাগ ও ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডে স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের ই-ম্যান্ডেট ফ্রেমওয়ার্কে অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই অবস্থায় বারবার ফাস্ট্যাগ রিচার্জ করার দরকার পড়বে না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজির সাহায্যেই ফাস্ট্যাগের মাধ্যমে টোল সংগ্রহ করা হয়। আর এই কারণে নগদ টাকা দিয়ে টোল কাটানোর বদলে অনেক সহজেই ফাস্ট্যাগের মাধ্যমে টোল দিয়ে সহজেই কম সময়ে যাত্রা করা যায়।
গ্রাহক নিজে থেকেই ন্যূনতম ব্যালেন্স নির্ধারণ করতে পারবেন
এবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম অনুসারে আপনার ফাস্ট্যাগ অ্যাকাউন্টের ব্যালেন্সের খেয়াল আপনাকেই নিজেকে রাখতে হবে। কেউ কেউ কিছু অ্যাপ বা অন্য থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ফাস্ট্যাগে রিচার্জ করান। এবার কখনও যদি নির্ধারিত লিমিটের কম চলে আসে ফাস্ট্যাগের ব্যালান্স, আপনা থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যে ন্যূনতম ব্যালান্স আবার পূরণ করে দেবে। এই কারণে টোল প্লাজায় আর রিচার্জ না করানোর জন্য আটকে পড়তে হবে না। রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন নিয়মে কোথাও ঘুরতে যাওয়ার এক অন্য রকম অভিজ্ঞতা হবে, সময়ও বাঁচবে অনেক। এই নতুন সিস্টেমে ফাস্ট্যাগ অ্যাকাউন্টে কত ব্যালান্স থাকবে এবং কত টাকার রিচার্জ করা হবে সেই লিমিট নিজে থেকেই নির্ধারণ করা যাবে।
আরও পড়ুন: Income Tax: ITR ফাইল করেছেন, এখনও প্রসেসিং হয়নি ? কবে মিলবে রিফান্ড ?
Car loan Information:
Calculate Car Loan EMI