SUV India: ভারতে এই প্রথম কোনও ভিয়েতনামি গাড়ি নির্মাতা সংস্থার গাড়ি লঞ্চ হতে চলেছে। SUV গাড়ির দুনিয়ায় এমনিতেই ভারতের নানা গাড়ি নির্মাতা সংস্থা পাল্লা দিয়ে তাদের মডেল নিয়ে আসছে। একের পর এক গাড়ির মডেল আসছে বাজারে (Vinfast SUV)। তারই মাঝে বিদেশি গাড়ি নির্মাতা সংস্থার মডেলও এবার পাল্লা দেবে SUV বাজারে। তামিলনাড়ুতে একটি কারখানা স্থাপন করেছে Vinfast নামের এই সংস্থা। আর এর মাধ্যমে ভারতের বাজারে স্থায়ী জায়গা করে নিতে চাইছে তারা।


তামিলনাড়ুর স্টেট ইন্ডাস্ট্রিজ প্রোমোশন কর্পোরেশনের অধীনে ৪০০ একর জায়গার উপর গড়ে উঠেছে এই গাড়ি নির্মাণের কারখানা। আগামী ৫ বছরে এই কারখানা ও গাড়ি নির্মাণের পিছনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে Vinfast সংস্থা। সংস্থার (Vinfast SUV) পক্ষ থেকে জানানো হয়েছে যে বছরে ১.৫ লক্ষ গাড়ি নির্মাণ করা হবে এই কারখানায়। এতদিন এই সংস্থার মূল কারখানা ছিল ভিয়েতনামে, পরে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়াতে কারখানা নির্মাণের কথা ভেবে রেখেছে সংস্থা। কিন্তু এর বাইরে ভিয়েতনামের এই গাড়ি নির্মাতা সংস্থার কাছে ভারতের বাজারে প্রবল সম্ভাবনার দিকটি নজরে এসেছে এবং সংস্থার কাছে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারতকেই বেছে নেওয়ার কথা ভাবা হয়েছে। মার্কিন বাজারেও ইতিমধ্যেই Vinfast ঢুকে পড়েছে। VF8 প্রিমিয়াম ইভির মডেলের মাধ্যমে মার্কিন দুনিয়ায় প্রতিযোগিতা করতে শুরু করেছে Vinfast। আর এই গাড়ির (Vinfast SUV) মডেলটিই ভারতের বাজারে একেবারে প্রথম ভিয়েতনামি SUV হতে চলেছে। পরে যদিও আরও কিছু SUV মডেল আসবে বাজারে।


VF8 মডেলটি আকারে বেশ বড় ৪.৭ মিটার যেখানে থাকছে ডুয়াল মোটর ইঞ্জিন, ৪০০এইচপি ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিনে রেঞ্জ হবে ৪০০-৪৭১ কিমি। এই গাড়িতে দাবি করা হচ্ছে ৫.৫ সেকেন্ডের মধ্যেই ০-১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠবে। মহিন্দ্রার অধীনে স্টাইলিং সংস্থা Pininfarina এই মডেলের ডিজাইন করেছে বলে জানা গিয়েছে।


ফিচার্সের কথা বলতে গেলে, এই VF8 ইভি গাড়ির মডেলে ১১টি এয়ার ব্যাগ, ১৫.৬ ইঞ্চির একটি টাচস্ক্রিন, ADAS ফিচার্স, পাওয়ারড সিট, হিটেড স্টিয়ারিং হুইল, ভেগান লেদার সিট, OTA আপডেট থাকছে, আরও সংযোজন একটি প্যানোরমিক সানরুফ। আরও আশ্চর্যের বিষয় হল, এই ইভির মডেলে থাকছে ১০ বছরের ওয়্যার‍্যান্টি পিরিয়ড যা অন্য কোনও মডেলে (Vinfast SUV) সেভাবে পাওয়া যায় না। তবে সংস্থার পক্ষ থেকে আরও আপডেট আসবে কিছুদিনের মধ্যেই।  


আরও পড়ুন: E-Scooter: একবার চার্জে চলবে ১৫০ কিমি ! সেরার তালিকায় আছে কোন ৩ ই-স্কুটার ?


Car loan Information:

Calculate Car Loan EMI