Hero Splendor Plus Xtec 2.0: ভারতের বাজারে বাইকপ্রেমীদের কাছে হিরোর এই স্প্লেন্ডারের মডেলগুলি খুবই জনপ্রিয় হিসেবে গণ্য হয়। দামে সস্তা এবং ভাল মাইলেজের এই বাইকগুলির বিক্রিও বেশ অনেকটাই বেশি অন্যান্য মডেলের তুলনায়। ভারতের মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই হিরো তাদের এই স্প্লেন্ডারের মডেল বাজারে এনেছে। আগে হোন্ডার অধীনে ছিল এই সংস্থা, তারপর স্বাধীন সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে হিরো মোটোকর্প। সম্প্রতি হিরো স্প্লেন্ডার (Hero Splendor Plus Xtec 2.0) একটি অত্যাধুনিক মডেল বাজারে এনেছে যার দাম ১ লাখের মধ্যেই। কী সেই মডেল ? কী কী ফিচার্স আছে দেখে নিন।
হিরো স্প্লেন্ডারের (Hero Splendor Plus Xtec 2.0) এই নতুন মডেলের ডিজাইন আগের বা বলা ভাল বর্তমান মডেলের ডিজাইনের থেকে কোথাও আলাদা নেই। ডিজাইন একই রকম রাখা হয়েছে এই দুই মডেলের। এই মডেলের নাম রাখা হয়েছে Hero Splendor Plus Xtec 2.0। এই মডেলে থাকছে এলইডি হেডলাইট এবং তাঁর সঙ্গে ইন্টিগ্রেটেড এলইডি পজিশন ল্যাম্প। গাড়ির পিছনে এইচ আকৃতির সিগনেচার এলইডি টেলল্যাম্প এর অন্যতম বৈশিষ্ট্য থাকছে। এই নতুন Hero Splendor Plus Xtec 2.0 মডেলে তিন ধরনের রঙের ভ্যারিয়ান্ট পাওয়া যায়- ম্যাট গ্রে, গ্লস ব্ল্যাক, গ্লস রেড।
সাইড হুক, টার্বুলার গ্র্যাব রেল, স্মল টেইল র্যাক, ক্রোম ফিনিশড ইঞ্জিন ইত্যাদি এই বাইকের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও এই নতুন স্প্লেন্ডার প্লাস Xtec মডেল (Hero Splendor Plus Xtec 2.0) দাবি করছে যে এতে সিটের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে এবং এই নতুন সিটে আগের থেকেও বেশি আরাম মিলবে। গ্লাভ বক্সটিও থাকবে বড়সড় আকারের। ফিচার্সের কথা বলতে গেলে, এতে পুরোটাই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ইন্সটল করা আছে, ইকো ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর আছে এতে। এছাড়াও রাখা হয়েছে সার্ভিস রিমাইন্ডার, সাইড স্ট্যান্ড রিমাইন্ডার ইত্যাদি। হিরো এছাড়াও একটা ইউএসবি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি অফার করছে তাদের মডেলে। এই ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে কল, টেক্সট কিংবা ব্যাটারি অ্যালার্ট পাওয়া যাবে বাইকে। সেফটি নেট রাখা হয়েছে বাইকে।
পাওয়ারট্রেন কেমন হিরো স্প্লেন্ডারের (Hero Splendor Plus Xtec 2.0) নতুন মডেলে ? এতে রয়েছে ১০০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যাতে ৭.০৯ বিএইচপি ক্ষমতা ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে ৪ স্পিডের গিয়ারবক্স আগে থেকেই ইন্সটল করা আছে। হিরো মোটোকর্প দাবি করে যে এতে দুরন্ত মাইলেজ পাওয়া যাবে। এক লিটার তেলে হিরো স্প্লেন্ডারের নতুন বাইকে যাওয়া যাবে ৭৩ কিমি রাস্তা। বুস্টিং দেওয়া আছে আই থ্রি সিস্টেমের যার মানে হল আইডল স্টপ স্টার্ট সিস্টেম। এর সঙ্গে হিরো ৬০০০ কিমি-র একটা সার্ভিস ইন্টারভ্যাল পিরিয়ড দাবি করছে এই বাইকের সঙ্গে। এর দাম ৮৩ হাজার টাকা, এটি এর এক্স শো-রুম দাম।
আরও পড়ুন: Jeep India: নতুন প্রজন্মের জিপ কম্পাস আসছে ভারতে, ২০২৬ সালেই বাজারে- কী কী বিশেষ ফিচার্স ?
Car loan Information:
Calculate Car Loan EMI