Bike News: হিরো এবং হোন্ডা বাঙালির বলা ভাল মধ্যবিত্ত বাঙালিদের অন্যতম পছন্দের গাড়িনির্মাতা সংস্থা। অনেক কম দামে, সাধ্যের মধ্যে বাইক-স্কুটার ইত্যাদির মডেল (Hero Scooter) বাজারে নিয়ে আসে এই সংস্থা দুটি। হিরোর বেশ কিছু বাইকের মডেলের মধ্যে স্প্লেন্ডার এক্সটেক যেমন খুবই জনপ্রিয়, তেমনই হিরোর স্কুটারের মধ্যে জনপ্রিয় অ্যাক্টিভা (Hero Destiny Scooter) মডেলটি। তবে এবার সেই অ্যাক্টিভাকেও হার মানাবে হিরোর নতুন স্কুটার। নাম হিরো ডেস্টিনি এক্সটেক। ১ লাখ টাকার মধ্যেই বাজারে মিলবে এবার এই নতুন স্কুটার (Scooter Below 1 Lakh)। কলকাতার শো-রুমে কবে আসবে ? কী ফিচার্স আছে এই বাইকে ?
নতুন কী থাকছে এই হিরো ডেস্টিনিতে ?
ডেস্টিনি ১২৫ মডেলটি আগে থেকেই ছিল হিরোর (Hero Scooter)। বাজারে এবার এই ডেস্টিনি ১২৫ মডেলকেই একটু নতুন করে সাজিয়ে নতুন রূপে নতুন অবতারে হাজির করতে চলেছে হিরো। নাম দিয়েছে হিরো ডেস্টিনি এক্সটেক। একে দেখতে এখন অনেক বেশি প্রিমিয়াম লুক এবং অনেক বেশি হাল আমলের বলে মনে হচ্ছে। হেডল্যাম্প, বডি, মিরর, টেইল ল্যাম্প সবেতেই একটা কপার হাইলাইট থাকছে এই স্কুটারে। আগে হিরো যে সিগনেচার ত্রিভুজাকার হেডল্যাম্প ছিল, সেটি তুলে দিয়ে একটা নতুন আকারের স্লিক লুকের হেডল্যাম্প রাখা হয়েছে হিরো ডেস্টিনি মডেলে। এতে আবার নতুন অ্যালয় হুইলও এসেছে। আপাতত দুটি রঙের ভ্যারিয়ান্টে মিলবে এই হিরো ডেস্টিনি এক্সটেক- কালো এবং বাদামি।
হিরোর নতুন স্কুটারের পাওয়ারট্রেন কী থাকছে
রোজকার শহরের মধ্যে যাতায়াতের জন্য হিরোর এই স্কুটার অত্যন্ত উপযোগী বলেই মনে করেন গাড়িপ্রেমীরা। এখনও পর্যন্ত নতুন ডেস্টিনির ফিচার্স সম্পূর্ণ প্রকাশ্যে আসেনি। তবে এখন বাজারে যে হিরো ডেস্টিনি মডেল রয়েছে, তাঁর ইঞ্জিন ১২৫ সিসির। এয়ার-কুলড ৪ স্ট্রোকের ইঞ্জিন থাকবে এই হিরোর নতুন স্কুটারে যেখানে ৭০০০ আরপিএমে ৯ বিএইচপি এবং ৫৫০০ আরপিএমে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। ডেস্টিনি ১২৫-এর নতুন মডেলে থাকবে একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক ফর্ক।
হিরোর স্কুটারের দাম কত
এখন যে ডেস্টিনি আছে তার তুলনায় ডেস্টিনি এক্সটেকের দাম খানিক বেশি। হিরো ডেস্টিনি এক্সটেকের এক্স শোরুম দাম কলকাতায় ৮৭,৮৪৮ টাকা। তবে ডেস্টিনি এলএক্স মডেলের দাম একটু কম ৮২,৯৪৮ টাকা। অর্থাৎ মাত্র ১ লাখ টাকার মধ্যেই পাবেন হিরোর এই নতুন স্কুটার।
আরও পড়ুন: Electric Bikes: স্কুটার অতীত, এবার দুরন্ত লুকের ই-বাইক নিয়ে আসবে ওলা- দাম কত হবে ?
Car loan Information:
Calculate Car Loan EMI