Hero Bikes: হিরো গ্ল্যামার ভারতের বাজারে একটি সবথেকে জনপ্রিয় বাইকের মডেল। ১২৫ সিসির দুনিয়ায় সস্তার মধ্যে দুর্ধর্ষ বাইকের মডেল এটিই। ব্যাপক চাহিদা রয়েছে এই বাইকের। বিশেষ গ্রামাঞ্চলে এই বাইক কিনতেই উপচে পড়ে ভিড়। এই বাইক এর শক্তিশালী পারফরম্যান্স, কম মেনটেন্যান্স এবং চমৎকার মাইলেজের কারণে মানুষের প্রথম পছন্দ। এই বাইকটি স্টাইল, ফিচার্স আর বাজেটের একটি দুরন্ত সমন্বয়।

হিরো গ্ল্যামারের দাম

হিরো গ্ল্যামার মূলত ভারতের বাজারে দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যায়। গ্ল্যামার ড্রাম ব্রেক ওবিডি-টুবি ভ্যারিয়ান্টের দাম রয়েছে ৮৭,১৯৮ টাকা যেখানে গ্ল্যামার ডিস্ক ব্রেক ভ্যারিয়ান্টের দাম ৯১,১৯৮ টাকা। শহর ও ডিলারশিপের উপর নির্ভর করে অন রোড দাম বদল হতে পারে।

হিরো গ্ল্যামারের ফিচার্স

হিরো এই বাইকটিতে অনেক আধুনিক ও প্রিমিয়াম ফিচার্স দিয়েছে। এতে একটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে যা গতি, জ্বালানি স্তর, ওডোমিটার, ট্রিপ মিটার ও রিয়েল টাইম মাইলেজ দেখায়। বাইকটিতে আইথ্রিএস, এলইডি হেডল্যাম্প এবং ডিআরএল, ইউএসবি চার্জিং পোর্ট, স্প্লিট অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার রয়েছে।

এছাড়াও এক্সটেক ভ্যারিয়ান্টে ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং কল/মেসেজ নোটিফিকেশনের মত ফিচার্সও রয়েছে। হিরো গ্ল্যামারে রয়েছে ১২৪.৭ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এতে ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে এবং এর সর্বোচ্চ গতি রয়েছে ৯৫ কিমি প্রতি ঘণ্টা। সংস্থার দাবি এই বাইকে এক লিটার তেলে ৬৫ কিমি যেতে পারে। এতে ১০ লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে। আর এই বাইকটি ফুলট্যাঙ্কে ৫৫০-৬৬০ কিমি যাওয়া যাবে।

এই বাইকের সিটের উচ্চতা ৭৯০ মিমি, যার কারণে বেঁটে ও লম্বা দুই ধরনের মানুষই এই বাইকে বসতে পারে। সকলের পক্ষেই এই বাইক চালানো সহজ। এর ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স গ্রামের রাস্তা ও স্পিড ব্রেকারে মসৃণ রাইডিং দেয়। সাসপেনশন সেটআপে সামনের টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ৫ স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার রয়েছে যা খারাপ রাস্তাতেও আরামদায়ক রাইডিং দেয়।

হিরো মোটোকর্প তাদের নতুন গ্ল্যামার মডেল নিয়ে আসছে যা ভারতের প্রথম কমিউটার বাইক। এতে ক্রুজ কন্ট্রোলের মত উন্নত ফিচার্স থাকবে। এতে ১২৪.৭ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন থাকবে। ডিজিটাল এলসিডি ডিসপ্লে, আপডেটেড সুইচগিয়ার এবং ইউএসবি চার্জিং সকেট ফিচার্স থাকবে এই বাইকে। 


Car loan Information:

Calculate Car Loan EMI