Hero Bike Price Hike: ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক হিসেবে বিখ্যাত হিরো স্প্লেন্ডারের দাম বাড়ল এবার। হিরো (Hero Splendor) এই জনপ্রিয় বাইকের দাম বাড়িয়েছে। নতুন বছরে অনেক গাড়ি-বাইক নির্মাতা (Hero Bikes) সংস্থাই তাদের গাড়ি-বাইকের মডেলের দাম বাড়িয়েছে। সেই তালিকায় এবার জুড়ে গেল হিরোর নামও।
হিরোর স্প্লেন্ডার প্লাসের দাম বাড়ল
হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের এক্স শোরুম দাম আগে শুরু হত ৭৫ হাজার ৪৪১ টাকা থেকে, এবারে এই দামে বদল দেখা যাবে। হিরো মোটোকর্পের ওয়েবসাইটে নতুন দাম দেখা যাবে। এবার থেকে হিরোর স্প্লেন্ডার প্লাস বাইকের দাম আগের থেকে ১৭৩৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন দিল্লিতে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের এক্স শোরুম দাম হয়েছে ৭৭,১৭৬ টাকা। এটা এই বাইকের প্রারম্ভিক দাম। দেশের বিভিন্ন রাজ্যে এই দামে কিছুটা ফারাক দেখা যেতে পারে। এই বাইকের টপ ভ্যারিয়ান্টের দাম রয়েছে ৭৯,৯২৬ টাকা।
হিরো স্প্লেন্ডারের মাইলেজ
বছরের পর বছর ধরে ভারতের মানুষের পছন্দের তালিকায় রয়েছে হিরোর এই বাইকটি। এই বাইকের দামই শুধু নয়, এর ক্ষমতাও জনপ্রিয়তার অন্যতম কারণ। এই হিরো বাইকটিতে একটি এয়ার-কুলড, ৪ স্ট্রোকের, সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন রয়েছে। বাইকে ইনস্টল করা রয়েছে যে ইঞ্জিন তাতে ৮০০০ আরপিএমে ৫.৯ কিলোওয়াট শক্তি এবং ৬০০০ আরপিএমে ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে রয়েছে একটি প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন সিস্টেম।
দেশের সবথেকে বেশি মাইলেজ দেওয়া বাইকগুলির তালিকায় শীর্ষে আছে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের নাম। এই বাইকে আপনি এক লিটার তেলে ৭০ কিমি পর্যন্ত যেতে পারবেন। এই বাইকের ফুয়েল ট্যাংকের ক্ষমতা হল ৯.৮ লিটার, এই বাইক একবার ফুলট্যাঙ্ক তেল ভরালে যেতে পারে ৬৮০ কিমি পর্যন্ত।
হিরো স্প্লেন্ডার প্লাসের ফিচার্স
ভারতের বাজারে মোট চারটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি। এর মধ্যে আবার ১১টি রঙের ভ্যারিয়ান্ট রয়েছে বাজারে। এই হিরো বাইকের সামনে ও পিছনে ১৩০ মিমির ড্রাম ব্রেক রয়েছে, এমনকী এই বাইকে ইলেকট্রিক স্টার্টের ফিচার্সও রয়েছে। একইভাবে অ্যাথার এনার্জি সংস্থাও তাদের দুটি ইলেকট্রিক স্কুটারের মডেলের দাম বাড়িয়েছে।
Car loan Information:
Calculate Car Loan EMI