মুম্বই: সোমবার মহারাষ্ট্রের মুম্বইতে এক ব্যক্তিকে আটক করেছে মুম্বই পুলিশ। নভি মুম্বইয়ের বাসিন্দা এই ব্যক্তি তার গাড়িতে ভুয়ো নম্বর প্লেট (Car Number Plate) লাগিয়েছিলেন বলে অভিযোগ। সোমবার এই ব্যক্তিকে গ্রেফতার (Mumbai News) করার পরে জানা গিয়েছে সেই ব্যক্তি মূলত গাড়ির ঋণ থেকে বাঁচতেই এই কাণ্ড করেছেন।
আধিকারিকদের মতে, গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম প্রসাদ কদম। নরিমান পয়েন্টের আরেক বাসিন্দা সাকির আলি তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সাকির আলি জানিয়েছিলেন যে তিনি তার গাড়ির নম্বরের সঙ্গে হুবহু মিল রয়েছে এমন আরেকটি গাড়ি লক্ষ্য করেছেন। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে এক যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিতে গিয়ে এই ঘটনা লক্ষ্য করেছিলেন তিনি। আর এই ভুয়ো নম্বর প্লেট দেখতে পেয়েই সেই গাড়ির মালিককে পাকড়াও করেন আলি। সেই ব্যক্তি পালাতে চেয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক পুলিশ তাঁকে ধরে ফেলে।
সাকির আলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এর আগেও আমি এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু কোনো পদক্ষেপ করেনি পুলিশ। আমি যখন একই নম্বর প্লেটের সেই গাড়িটি দেখি, আমি কর্তৃপক্ষকে জানাই এই বিষয়ে। আর তারপরে দুটি গাড়িকেই থানায় নিয়ে যাওয়া হয়।'
তদন্ত করে কোলাবা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, সাকির আলিই সেই নির্দিষ্ট নম্বর প্লেটের আসল আইনি মালিক। কিন্তু প্রসাদ কদম নামের অভিযুক্ত ব্যক্তি নিজের নম্বর প্লেট বদলে এই নম্বর বসিয়েছিলেন যাতে তাঁকে গাড়ির ঋণের ইএমআই দিতে না হয়। কোলাবা পুলিশ জানিয়েছে, 'নরিম্যান পয়েন্টের বাসিন্দা সাকির আলির একটি এরটিগা গাড়ি রয়েছে যার নম্বর MH01-EE-2388। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে তিনি আরেকটি এরটিগা গাড়িকে লক্ষ্য করেন যার নম্বরও একই লেখা রয়েছে। একই মডেল, একই রেজিস্ট্রেশন নম্বরের দুটি গাড়ি। নিকটবর্তী আরটিও অফিসে তিনি অভিযোগ জানান এবং দুটি গাড়িই কোলাবা থানায় নিয়ে আসা হয়। নভি মুম্বইয়ের সিউডসের বাসিন্দা প্রসাদ কদম ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর পালটে ফেলেছিলেন। চোলামণ্ডলম সংস্থা থেকে গাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিলেন তিনি, কিন্তু সেই ঋণের টাকা মেটাতে পারছিলেন না। এখনও এই বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: Viral Video: গণ্ডারের সামনেই জিপ থেকে ছিটকে পড়লেন মা-মেয়ে, হাড়হিম কাণ্ড কাজিরাঙায়; তারপর ?
Car loan Information:
Calculate Car Loan EMI