Honda Electric Scooter: দেশের টু-হুইলারের দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলতে চলেছে হোন্ডা মোটরস। হোন্ডার যে অ্যাক্টিভা স্কুটার মডেলটি সারা দেশের স্কুটারপ্রেমীদের মধ্যে বহুলভাবে জনপ্রিয় ছিল, সেই মডেলের এখন একটি বৈদ্যুতিন ভার্সন আসতে চলেছে দেশের বাজারে। হোন্ডা মোটরস (Honda Electric Scooter) এই প্রথম তাদের বৈদ্যুতিন স্কুটার বাজারে আনতে চলেছে এই মাসেই। সংবাদসূত্রে জানা যাচ্ছে এই সংস্থা আগামী ২৭ নভেম্বর বাজারে লঞ্চ করতে চলেছে এই হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa) বৈদ্যুতিন স্কুটার।
হোন্ডার দুটি জনপ্রিয় এবং বেস্টসেলার স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন (ICE) রয়েছে, সেভাবেই নতুন এই বৈদ্যুতিন স্কুটারেও একই ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে। ভারতে সেভাবে এখনও বৈদ্যুতিন স্কুটার বা বাইকের দুনিয়ায় পা রাখেনি ভারতের বাজারে ইতিমধ্যেই অক্টোবর মাসে ১ লক্ষ ৩৯ হাজার ১৫৯ ইউনিট বৈদ্যুতিন স্কুটারের মডেল বিক্রি হয়ে গিয়েছে অন্যান্য সংস্থার। ইন্ডাস্ট্রি বডি ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-র তথ্য অনুযায়ী মোট টু-হুইলার বিক্রির ৬.৭৪ শতাংশ রয়েছে বৈদ্যুতিন দু-চাকার গাড়ির ক্ষেত্রে। অক্টোবর মাসে হোন্ডা মোটরসেরই ৫ লক্ষ ৫৪ হাজার ২৪৯টি আইসিই দু-চাকার মডেল বিক্রি হয়েছে দেশে। FADA-র তথ্য অনুযায়ী, এই স্কুটারের বাজার শেয়ার ছিল ২৬.৮৪ শতাংশ।
এর আগে হোন্ডা মোটরসের সিইও সুসুমু ওতানি জানিয়েছিলেন এই বৈদ্যুতিন স্কুটার আগামী ২০২৫ সালে বাজারে আসবে। ইতিমধ্যেই সংস্থার কর্ণাটকের কারখানায় এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছিল ডিসেম্বর থেকে শুরু হবে উৎপাদন এবং মার্চ ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার। কিন্তু সংবাদসূত্রে জানা যাচ্ছে এই মাসেই দেখা যেতে পারে নতুন বৈদ্যুতিন স্কুটারের ঝলক। সংস্থার তথ্য অনুযায়ী হোন্ডার অ্যাক্টিভা ব্র্যান্ডের এই স্কুটারের মডেল ৩০ মিলিয়ন বিক্রি হয়ে গিয়েছে। ফলে এই নামে বৈদ্যুতিন স্কুটার আনলে তাও যে ভাল প্রতিক্রিয়া পাবে বলাই বাহুল্য।
তবে এই স্কুটারের পাওয়াট্রেন বা ফিচার্স সম্পর্কে এখনও কোনো বিশদ তথ্য জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। তবে আশা করা হচ্ছে হিরোর ভিডা ভি ওয়ান স্কুটারের মত এতেও সম্ভবত রিমুভেবল ব্যাটারি প্যাক থাকতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। ফ
আরও পড়ুন: Ola Electric: ওলার বৈদ্যুতিন স্কুটার কিনলে দারুণ সুযোগ, ১৫ হাজার টাকা পর্যন্ত মিলছে ছাড়
Car loan Information:
Calculate Car Loan EMI