Honda Scooters: ভারতের বাজারে হোন্ডার প্রচুর বাইক স্কুটার রয়েছে। বাইক-স্কুটারপ্রেমীদের কাছে হোন্ডা একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য সংস্থা। দেশের বাজারে ভাল বিক্রি হয় এই সংস্থার স্কুটার। এখন বাইকের থেকে যদিও মানুষ স্কুটার (Honda Scooter) কিনতেই বেশি পছন্দ করছেন। দৈনিক ব্যবহারের জন্য স্কুটার একটি অত্যাবশ্যকীয় উপাদান। আর হোন্ডার সমস্ত মডেলের থেকে হোন্ডা অ্যাক্টিভা একটি অন্যতম ভাল বিকল্প বলা চলে। এখন এই স্কুটার আপনি চাইলে লোন (Honda Activa) নিয়েও কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মাত্র ১৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই চলবে।


কীভাবে হবে উপায়


Honda Activa স্কুটারের এক্স শো-রুম দাম রয়েছে ৯০,৪৮৮ টাকা। এই অবসরে হোন্ডা অ্যাক্টিভার STD ভ্যারিয়ান্টটি আপনি কিনতে চান, তাহলে আপনি ৮০ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক লোন পাবেন। ফলে আপনাকে ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে পারবেন। আর আপনি চাইলে এর বেশি অর্থাৎ ১৫ হাজার টাকাও ডাউন পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার EMI-এর অঙ্ক অনেকটাই কম লাগবে।


এই লোনের জন্য ব্যাঙ্ক আপনার থেকে ১০.৫ শতাংশ সুদ ধার্য করবে। ফলে আপনাকে ৮০ হাজার টাকার উপরে ৩ বছরের জন্য প্রতি মাসে ২৬১৬ টাকা করে EMI দিতে হবে এই স্কুটার কিনতে গেলে। তবে আপনি চাইলে এই ঋণ ৫ বছরের জন্যেও নেওয়া যায়। এর জন্য আপনাকে ৩ বছরে শুধু সুদই দিতে হবে ১৩,৬৯০ টাকা।


ইঞ্জিনের বিশদ তথ্য


হোন্ডা অ্যাক্টিভার এই মডেলে আপনি পাবেন ১০৯.৫১ সিসির ইঞ্জিন যা কিনা সর্বোচ্চ ৭.৭৯ পিএস শক্তি এবং ৮.৮৪ এনএমের টর্ক উৎপন্ন করে। এছাড়া এই স্কুটারে আপনি এক লিটার তেলে ৫০ কিমি পর্যন্ত যেতে পারবেন। এতে রয়েছে ড্রাম ব্রেকের সুবিধা। এই স্কুটারের ওজন ১০৯ কেজি। শুধু তাই নয়, এই স্কুটারের ফিচার্সের মধ্যে রয়েছে অ্যানালগ স্পিডোমিটার, প্যাসেঞ্জার ফুটরেস্ট, ইএসপি টেকনোলজি, শাটার লক ইত্যাদি সুবিধে। এই স্কুটারে ৫.৩ লিটারের একটি বিশাল ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। টিভিএস জুপিটার এবং সুজুকি অ্যাক্সেস ১২৫ মডেলের মতই এই স্কুটারের ফিচার্স। ফলে এই দুই স্কুটারের সঙ্গে জোর টক্কর দেবে এই মডেলটি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Union Budget 2024: আরও সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি-বাইক, বাজেটে কী ছাড় দিলেন অর্থমন্ত্রী ?


Car loan Information:

Calculate Car Loan EMI