Automobile Budget 2024: আজ ২৩ জুলাই মঙ্গলবার সপ্তমবারের মত বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় ফিরেছেন তৃতীয়বারের জন্য আর এই তৃতীয় পর্যায়ের প্রথম বাজেট ছিল এটাই। এই বাজেটে অটোমোবাইল ইন্ডাস্ট্রির (Union Budget 2024) জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী কী বদল এল ? বৈদ্যুতিন গাড়ি-বাইকের দাম কি কমবে এবার ? কী জানালেন অর্থমন্ত্রী ?
২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম এবার কমানো হচ্ছে। এই লিথিয়াম আয়ন ব্যাটারি মূলত বৈদ্যুতিন গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। আর এই ব্যাটারির দাম কমে গেলে গাড়ির দামও অনেকটাই কমে যাবে। দেশে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে কেন্দ্র সরকার একের পর এক পদক্ষেপ করছে। এমনকী এই ধরনের বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে সরকার একটি নতুন ইভি নীতিও ঘোষণা করেছে। এই নতুন ইভি নীতিতে কোনও বৈদেশিক সংস্থা যদি ৫০ কোটি ডলারের বেশি এই দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে এবং ৩ বছরের মধ্যে দেশে কারখানা স্থাপন করে, তাহলে সেই সংস্থা সম্পূর্ণরূপে আমদানি করে ছাড় পাবে।
২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে বৈদ্যুতিন গাড়ির দাম কমানোর জন্য আনা হয়েছিল নতুন এই ইভি নীতি। আগের বছরেও দাম কমানোর জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির উপর কর কমানো হয়েছিল। ২১ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে এবারে ১৩ শতাংশ। এছাড়া ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে বিদেশ থেকে আমদানি করা বিলাসবহুল গাড়ির উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এমনকী সম্পূর্ণভাবে বিদেশে নির্মিত গাড়ির উপর ৭০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
আরও কী কী জিনিসের দাম কমছে
নির্মলা সীতারামন আজ বাজেট পেশের সময় জানান, গত ৬ বছরে দেশীয়ভাবে পণ্য উৎপাদনের হার অনেকাংশে বেড়েছে। আর এই অবসরেই মোবাইলের যন্ত্রাংশ, গ্যাজেট এবং পিভিসি উৎপাদনের উপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে।
ক্যান্সারের ওষুধ, সৌর প্যানেল, চামড়াজাত পণ্য ও গয়না যেমন সোনা, রুপো, হিরে, প্ল্যাটিনাম, এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমবে বলে জানানো হয়েছে এবারের বাজেটে। ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমবে।
সোনা, রুপো, হিরে এবং প্ল্যাটিনামের উপর আমদানি শুল্ক কমাল কেন্দ্র সরকার। এবার থেকে আমদানি শুল্ক ৬ শতাংশ কমানো হল। এর ফলে সোনার দাম কমতে চলেছে বলেই ধরে নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Union Budget 2024: দাম কমছে মোবাইলের, সস্তা হবে চার্জারও- বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Car loan Information:
Calculate Car Loan EMI