Honda Scooter: হোন্ডার দু-চাকার গাড়ির চাহিদা সারা দেশেই রয়েছে। হোন্ডার বাইক হোক বা স্কুটার, ভারতের মানুষ বেশ পছন্দই করে এই সংস্থার গাড়ি। আর এবারে হোন্ডার অ্যাক্টিভা স্কুটার একটা দারুণ রেকর্ড গড়েছে। টিভিএস জুপিটারের (TVS Jupiter Scooter) থেকেও এর বেশি বিক্রি বেশি হয়েছে। ভারতে এখন বিক্রির দিক থেকে সবার শীর্ষে আছে হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa Scooter)। শহর হোক বা গ্রামাঞ্চল, হোন্ডার এই স্কুটারের চাহিদা সর্বত্র।
Honda Activa
ভারতে শীর্ষস্থান নিয়েছে হোন্ডা অ্যাক্টিভা। বিক্রির দিক থেকে সেরার সেরা। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত এই হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের মোট ২.৩৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে। বার্ষিক হারে হোন্ডা অ্যাক্টিভার বিক্রি ৭৮ শতাংশ বেড়েছে। হোন্ডা অ্যাক্টিভার এই স্কুটারে রয়েছে ১০৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে ৭.৭৩ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। সংস্থার দাবি অনুসারে, এই স্কুটারে ARAI সার্টিফায়েড ৪৭ কিমি প্রতি লিটার মাইলেজ পাবেন এই হোন্ডার স্কুটারে।
এই স্কুটারের ওজন ১০৬ কেজি। এতে ৫.৩ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক আছে। এই গাড়িতে সর্বোচ্চ ৮৫ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠে। হোন্ডা অ্যাক্টিভার এক্স শো-রুম দাম রয়েছে ৭৮ হাজার টাকা, এর টপ এন্ড মডেলের দাম ৮৪ হাজার টাকা।
TVS Jupiter
টিভিএসের সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটারের মডেলের মধ্যে শীর্ষে রয়েছে টিভিএস জুপিটারের নাম। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত টিভিএস জুপিটারের বিক্রি হয়েছে ৭২,১০০ ইউনিট। বার্ষিক হারে ১২ শতাংশ বেড়েছে এই স্কুটারের বিক্রি। এই স্কুটারে আপনি পাবেন ১০৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে ৭.৭ বিএইচপির শক্তি ও ৮.৮ এনএমের টর্ক উৎপন্ন হয়।
সংস্থার দাবি অনুসারে, এই টিভিএস জুপিটার স্কুটারে আপনি পাবেন ৪৮ কিমি প্রতি লিটারের মাইলেজ। স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৮ কিমি। ৫.৮ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক আছে এই স্কুটারে। স্কুটারের ওজন ১০৭ কেজি। এক্স শো-রুম দাম রয়েছে ৭৭ হাজার টাকা থেকে শুরু এবং এর টপ এন্ড মডেলের দাম ৯২ হাজার টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Electric Cycle: এক চার্জেই ৫০ কিমি ছুটবে এই বৈদ্যুতিন সাইকেল, ফিচার্স জানলে অবাক হবেন
Car loan Information:
Calculate Car Loan EMI