Auto: ইন্ডিয়ান স্কুটার মার্কেটে (Indian Scooter Market) এখনও এই দুই ব্র্যান্ডের নাম সবার নজরে থাকে। বেশি মাইলেজ ও আরামদায়ক সওয়ারির কথা ভাবলে Honda Activa এবং TVS Jupiter-এর নাম করেন বেশিরভাগ ক্রেতা। তুলনামূলক আলোচনায় এর মধ্য়ে কোনটা আপনার জন্য ভাল ?
বাইকের থেকে বেশি চাহিদা
ভারতীয় দুৃ-চাকার বাজারে মাইলেজ ও কম দামের স্কুটার বা বাইক কিনতে পছন্দ করেন ক্রেতারা। সেই ক্ষেত্রে বাজেটের মধ্য়ে Honda Activa এবং TVS Jupiter স্কুটার মাইলেজ ও দাম দুই দিক দিয়েই ফিট করে সাধারণের পকেটে। ভারতের বাজারে এই দুই চাকার গাড়িই সর্বাধিক বিক্রিত স্কুটারের তকমা পায়। দেখতে গেলে, বাজারে হোন্ডা ও টিভিএসের এসব মডেলের চাহিদা অন্যদের তুলনায় অনেক বেশি।
হন্ডা অ্যাক্টিভা
Honda Activa ভাল মাইলেজ দেয়। এই স্কুটারে একটি 4-স্ট্রোক, SI ইঞ্জিন রয়েছে। এই স্কুটারের ইঞ্জিনের সঙ্গে অটোমেটিক (ভি-ম্যাটিক) ট্রান্সমিশনও দেওয়া রয়েছে। Activa-তে লাগানো এই ইঞ্জিন ৫.৭৭ কিলোওয়াট শক্তি দেয়, যা ৮.৯০ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই Honda স্কুটারটির হুইলবেস ১২৬০ এমএম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬২ এমএম।
অ্যাক্টিভার মাইলেজ এবং দাম
Honda Activa 51.23 kmpl মাইলেজ দেওয়ার দাবি করে। এই স্কুটারের জ্বালানী ট্যাঙ্কের ক্ষমতা 5.3 লিটার, তাই একবার ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে, এই স্কুটারটি প্রায় 270 কিলোমিটার চালানো যাবে। দিল্লিতে এই Honda স্কুটারের এক্স-শোরুম দাম 76,684 টাকা থেকে শুরু হয়ে 82,684 টাকা পর্যন্ত যায়। দেশের অন্যান্য শহরে এই দামের পার্থক্য থাকতে পারে।
টিভিএস জুপিটার
টিভিএস জুপিটারের ইঞ্জিনের কথা বললে, এতে একটি সিঙ্গল-সিলিন্ডার, ফোর স্ট্রোক ইঞ্জিন রয়েছে। স্কুটারের এই ইঞ্জিনটি ৬৫০০ rpmএ ৫.৯ কিলোওয়াট শক্তি দেয় । এই স্কুটার ৫ হাজার rpm-এ ৯.৮ নিউটন মিটার টর্ক জেনারেট করে৷ এই স্কুটারে একটি CVT অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। এই টু-হুইলারটির সামনের দিকে ২২০ এমএম ডিস্ক ব্রেক ও পিছনে একটি ১৩০ এমএম ড্রাম ব্রেক পাবেন ক্রেতা।
জুপিটার মাইলেজ ও দাম কত
TVS জুপিটারের ARAI-এর দেওয়া কোম্পানির দাবি করা মাইলেজ ৫৩ কিমি প্রতি লিটার। এই স্কুটারটি ৫.১ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে পাওয়া যায়। যা একে ফুল ট্যাঙ্কে প্রায় ২৭০ কিলোমিটার রেঞ্জ দেয়। TVS Jupiter-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭৪,৬৯১ টাকা থেকে।
এর মধ্য়ে কোন স্কুটার বেশি ভাল ?
Honda Activa ও TVS Jupiter-এর মাইলেজ দেখলে উভয় টু-হুইলারের মাইলেজ ৫০ কিমির কাছাকাছি দেয়। এর পাশাপাশি দুটি স্কুটারের দামেও তেমন পার্থক্য কোনও নেই। স্কুটারের চেহারা ও রং দেখে করে দুটি মডেলের যেকোনোটি কিনতে পারেন আপনি।
Upcoming Cars: জানুয়ারিতে আসছে টাটা, মারুতি মহিন্দ্রার এই তিন ধামাকা গাড়ি, কত টাকা দাম হবে ?
Car loan Information:
Calculate Car Loan EMI