Auto:  বছর শুরুর মাসেই হবে দারুণ প্রতিযোগিতা। এই কোম্পানিগুলি নিয়ে আসছে দুর্দান্ত সব মডেল। অনেক দিন ধরেই এই গাড়িগুলির (Cars) দিকে তাকিয়ে ছিল ভারতের গাড়ি বাজার (Indian Car Market)।


২০২৫ সালেই বড় লঞ্চ


২০২৪ সালকে বিদায় জানানোর সময় এসেছে। শুরু হতে চলেছে ২০২৫।  নতুন বছর উপলক্ষে গাড়ি কোম্পানিগুলিও তাদের গাড়ি নিয়ে প্রস্তুত। নতুন বছরের প্রথম মাসে অনেক দুর্দান্ত গাড়ি নিয়ে ভারতের বাজারে আসতে চলেছে কোম্পানিগুলি। পাশাপাশি অনেক গাড়ি নির্মাতারাও গাড়ির দাম বাড়াতে চলেছে। জেনে নিন, কোন গাড়িগুলো জানুয়ারিতে আলোড়ন তৈরি করতে প্রস্তুত।


মারুতি ই-ভিটারা এবার আসছেই
মারুতির প্রথম ইলেকট্রিক কার ই ভিটারার দিকে বহুদিন ধরেই তাকিয়ে রয়েছে ক্রেতারা। এই ইভিটি ২০২৫ সালের জানুয়ারিতে ইন্ডিয়া মোবিলিটি এক্সপোতে লঞ্চ করা হতে পারে। Maruti e Vitara-এর স্ট্যান্ডার্ড সংস্করণে একটি সিঙ্গল ফ্রন্ট মোটর রয়েছে, যার একটি ৪৯ kWh ব্যাটারি প্যাক পাবেন ক্রেতা। এই মোটরটি ১৪২ bhp শক্তি এবং ১৮৯ Nm টর্ক উৎপন্ন করে। এই গাড়িতে ৬১ kWh এর একটি বড় ব্যাটারি প্যাক থাকতে পারে। মারুতির এই গাড়ি ২০ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে আসতে পারে ভারতের গাড়ি বাজারে।


মহিন্দ্রা বোলেরোতে নতুন চমক
মাহিন্দ্রা ২০২৫ সালকে নতুন বোলেরো দিয়ে স্বাগত জানাতে পারে। এই গাড়ি ২৩ জানুয়ারি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷ এই Mahindra গাড়ি ৯ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আসতে পারে৷ বর্তমানে, ভারতীয় বাজারের Bolero এর এক্স-শোরুম মূল্য ৯.৭৯ লক্ষ টাকা। যা  ১০.৯১ লাখ টাকা পর্যন্ত গেছে। ৭-সিটের এই গাড়িতে প্রিমিয়াম কেবিন স্পেস রয়েছে। নিরাপত্তার জন্য গাড়িতে ডুয়াল এয়ারব্যাগ দেওয়া হয়েছে। নতুন বোলেরোতে কোন নতুন ফিচার পাওয়া যাবে সেটাই এখন দেখার বিষয়।


টাটা সিয়েরা দেখতে পাবেন শীঘ্রই
Tata Sierra এর ৪x৪ মডেল (পেট্রোল, ডিজেল) উভয় ভেরিয়েন্টেই পাওয়া যাবে। Tata Curve-এর মতো এই গাড়ির একটি ইলেকট্রিক মডেলও প্রথমে বাজারে আসতে পারে। তারপর Sierra-এর ICE ভেরিয়েন্ট বাজারে আনবে কোম্পানি। Tata Sierra এবং Harrier EV, এই দুটি গাড়িই একসঙ্গে ইন্ডিয়া মোবিলিটি শোতে দেখানো হতে পারে।


আরও পড়ুন : Honda Activa VS TVS Jupiter: হন্ডা অ্য়াক্টিভা না টিভিএস জুপিটার, কোন স্কুটারে বেশি মাইলেজ ?


Car loan Information:

Calculate Car Loan EMI