Honda Elevate 5 Seater SUV: হন্ডা সংস্থা অবশেষে ভারতে তাদের নতুন এসইউভি প্রকাশ্যে আনতে চলেছে। ভারতের গাড়ির বাজারের জন্যই তৈরি হয়েছে এই এসইউভি। শোনা যাচ্ছে, উৎসবের মরসুমে এই নতুন হন্ডা এসইউভি ভারতে লঞ্চ হতে পারে। সূত্রের খবর, গাড়ি প্রকাশ্যে আনার এক থেকে দু'মাসের মধ্যে মডেল বাজারে লঞ্চ করবে হন্ডা কর্তৃপক্ষ। সম্ভবত নতুন হন্ডা এসইউভির নাম হতে চলেছে Elevate। অনুমান, এটি শুধুমাত্র পেট্রোল ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে। কারণ হন্ডা কর্তৃপক্ষ এখন আর ডিজেল ইঞ্জিন তৈরি করছে না। 


ডিজাইন 


হন্ডার নতুন এসইউভি Elevate সংস্থার 'সিটি' প্ল্যাটফর্মের জনপ্রিয় মডেল। দামেও বেশ চড়া হবে এই আগড়ি, এমনটাই অনুমান। ভারতের জন্য এই এসইউভি ডিজাইন করা হলেও আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশের গাড়ির বাজারেও এই গাড়ি লঞ্চ হবে। তবে ভারতে প্রথম বিক্রি শুরু হবে বলে অনুমান। ডিজাইনের দিক থেকে হন্ডার নতুন এসইউভি Elevate একটা আলাদা ধরনের দেখতে হবে বলে অনুমান করা হচ্ছে। এই গাড়িতে থাকতে পারে two-part grille এবং স্লিম হেডল্যাম্প। এছাড়াও হন্ডা সিটি মডেলের মতো টাচস্ক্রান এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখার সম্ভাবনা রয়েছে আসন্ন গাড়িতে। নতুন হন্ডা Elevate এসইউভিতে থাকতে পারে কানেক্টেড কার টেক, ওয়্যারলেস চার্জিং, সানরুফ এবং আরও অনেক ফিচার থাকতে পারে। 


আয়তন


আকার-আয়তনের দিক থেকে নতুন হন্ডা Elevate একটি কমপ্যাক্ট এসইউভি হতে চলেছে। কারণ এই গাড়ি লম্বায় ৪ মিটারের বেশি, ৪.৩ মিটারের আশপাশে হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই সাইজ অনেকটাই হুন্ডাই ক্রেটার সঙ্গে সামঞ্জস্য রাখবে। ফলে নতুন হন্ডা Elevate এসইউভি বাজারে লঞ্চ হলে ভারতে হুন্ডাই ক্রেটার সঙ্গে বেশ ভালই প্রতিযোগিতায় নামবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞদের একাংশ। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হুন্ডাই Elevate গাড়িতে থাকতে পারে ১.৫ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন। এর সঙ্গে হয় একটি ৬ স্পিড ম্যানুয়াল অথবা একটি সিভিটি অটোম্যাটিক সঙ্গে প্যাডেল শিফটার থাকতে পারে। 


সম্ভাব্য দাম


হন্ডা Elevate এসইউভির দাম ১১ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে। এটি অবশ্য বেস মডেল বা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে হতে পারে বলে অনুমান করা হয়েছে। তবে এই গাড়ির একটি হাইব্রিড ভার্সানও লঞ্চের সম্ভাবনা রয়েছে যা এখনই Elevate মডেলের সঙ্গে লঞ্চ হবে না। পরে হন্ডা Elevate এসইউভি-র হাইব্রিড মডেল লঞ্চ হতে পারে। হন্ডা সংস্থার জন্য তাদের Elevate মডেল গুরুত্বপূর্ণ একটি গাড়ি। সংস্থার লক্ষ্য রয়েছে এই গাড়িকে ভারতের বেস্ট সেলিং কার- এর খেতাব দেওয়ার। কারণ এটিই প্রথম কমপ্যাক্ট এসইউভি। 


আরও পড়ুন- যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!


Car loan Information:

Calculate Car Loan EMI