Hyundai Alcazar: হুন্ডাই তার নতুন গাড়ির মডেল আলকাজারের প্রথম লুক প্রকাশ্যে এনেছে। হুন্ডাই মোটর ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও এই গাড়ির লুক (Hyundai Cars) প্রকাশ করেছে। এই বছরের শুরুর দিকে হুন্ডাই এনেছে ক্রেটার (Hyundai Alcazar) নতুন ভার্সন। আর এই নতুন ক্রেটার মডেলের উপর ভিত্তি করেই বানানো হয়েছে এই আলকাজার। আদপে ক্রেটার একটি থ্রি-রো ভার্সন হল এই আলকাজার।
কবে চালু হবে নতুন আলকাজার
আগামী মাসের ৯ সেপ্টেম্বর বাজারে আসতে চলেছে হুন্ডাইয়ের (Hyundai Alcazar) এই নতুন আলকাজার মডেল। চেষ্টা করা হয়েছে ক্রেটার থেকে যাতে আলকাজারের লুক আলাদা হয়। এই আলকাজারের সামনের ও পিছনের অংশের লুক একেবারে বদলে দেওয়া হয়েছে। বাম্পার হুড, স্কিড প্লেট ও গ্রিল এই তিনটি নতুন ফিচার্স যোগ করা হয়েছে এই হুন্ডাই আলকাজার মডেলে।
এই গাড়িতে লাগানো রয়েছে এইচ আকৃতির ডিআরএল, কোয়াড বিম এলইডি স্ট্যান্ডার্ড ক্রেটার মতই এই সব ফিচার্স। গাড়ির পিছনে একটি নতুন বাম্পার ও ল্যাম্পও ইন্সটল করা হয়েছে। এই গাড়িতে আপনি পাবেন ১৮ ইঞ্চির অ্যালয় হুইলের সুবিধে। ৬ সিটার ও ৭ সিটার উভয় মডেলই বাজারে লঞ্চ করেছে হুন্ডাই আলকাজার।
আলকাজারের পাওয়ারট্রেন
এই হুন্ডাইয়ের নতুন গাড়ির শক্তি সম্পর্কে বলতে গেলে এই গাড়িটি (Hyundai Alcazar) ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে এসেছে। এতে রয়েছে একটি স্পিডের ম্যানুয়াল বা একটি ডিসিটি ট্রান্সমিশন। এছাড়াও এই গাড়িতে ১.৫ লিটার ডিজেলের বিকল্পও পাওয়া যাবে যা কিনা টর্ক কনভার্টর ও একটি ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে বাজারে এসেছে।
কত টাকা দিয়ে বুকিং হবে
আগামী ৯ সেপ্টেম্বর বাজারে গাড়িটি আসলেও এখন থেকেই লুক প্রকাশের পর শুরু হয়ে গিয়েছে গাড়ির বুকিং। এই গাড়িটি বুক করার জন্য হুন্ডাই গাড়ির বুকিং টোকেন মূল্য ধার্য করেছে ২৫ হাজার টাকা। এই গাড়িটি ৯টি রঙের ভ্যারিয়ান্ট নিয়ে আসবে বাজারে। এই নতুন হুন্ডাই আলকাজার মডেলে প্যানোরমিক সানরুফও পাওয়া যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TVS Scooter: হোন্ডা অ্যাক্টিভাকে টেক্কা দিতে নয়া স্কুটার আনল TVS, ১১০ সিসির এই স্কুটারে কী চমক ?
Car loan Information:
Calculate Car Loan EMI