TVS Jupiter 110: বিশ্বের অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে অন্যতম হল টিভিএস। ভারতের বাজারে টিভিএসের একটি নতুন মডেল লঞ্চ হয়েছে সম্প্রতি। মডেলের নাম টিভিএস জুপিটার ১১০। এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৭৩,৭০০ টাকা থেকে। একটা নেক্সট জেনারেশন ইঞ্জিন, ফিউচারিস্টিক সেগমেন্টের ফিচার্স সহ বাজারে এসেছে এই স্কুটার (TVS Jupiter 110)। সংস্থা দাবি করছে যে এই নতুন জেনারেশনের টিভিএস জুপিটার ১১০ Zyada স্কুটারের কথা সবথেকে বেশি মনে করাচ্ছে। অনেক সুন্দর লুক, স্টাইল, মাইলেজ, পারফরম্যান্স, কমফর্ট, কনভেনিয়েন্স, সেফটি, প্রযুক্তি ইত্যাদি সব ক্ষেত্রেই উন্নত হয়েছে এই টিভিএস স্কুটার (TVS Scooter)। তবে বোঝাই যাচ্ছে বাজারে টিভিএস জুপিটার ১১০ মূলত হোন্ডা অ্যাক্টিভা স্কুটারকে টেক্কা দিতে এসেছে।


টিভিএস মোটর সংস্থার ডিরেক্টর ও সিইও মি. কে এন রাধাকৃষ্ণান এই নতুন স্কুটারের উদ্বোধন নিয়ে বলেন, টিভিএস জুপিটার ১১০ স্কুটার মূলত এটাই দেখায় যে গ্রাহকদের অভিজ্ঞতাকে কতটা দাম দেয় এই সংস্থা। এমনকী তিনি জানান যে টিভিএস এম শোরুমেও যাতে গ্রাহকদের ভাল অভিজ্ঞতা সেই চেষ্টার ত্রুটি রাখেননি তারা। টিভিএস জুপিটারে রাখা হয়েছে বহু ফার্স্ট ইন সেগমেন্ট ফিচার্স। দু-চাকার গাড়ির বাজারে নতুনভাবে জায়গা করে নিতে চাইছে টিভিএস।


টিভিএস জুপিটার ১১০ মডেলে রয়েছে ১১৩.৩ সিসির একটি ইঞ্জিন যাতে সর্বোচ্চ শক্তি আসে ৮.০২ এইচপি এবং ৯.৮ এনএম টর্ক। একটা নতুন জেনারেশনের ইঞ্জিন দেওয়া হয়েছে এতে এবং আছে আইজিও মাইল্ড হাইব্রিড টেকনোলজি, এর জন্য স্কুটারের মাইলেজও ১০ শতাংশ বেড়ে গিয়েছে। এতে দারুণ ইগনিশন সিস্টেম রয়েছে, রয়েছে অটো স্টার্ট-স্টপ ফাংশনালিটি। ব্যাটারিতে অতিরিক্ত এমন ফিচার্স আছে যা রাস্তায় ওভারটেক করা বা উচু ব্রিজে ওঠার সময় পারফরম্যান্স ভাল রাখতে সাহায্য করবে। একটা নতুন ধরনের বড় ১২ ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে এই স্কুটারে।


এই টিভিএস জুপিটার স্কুটারের ডিজাইনের কথা বলতে গেলে এই স্কুটারে আছে হ্যান্ডলবার, স্পেশিয়াস ফ্লোরবোর্ড, ভাল যথাযথ সিট হাইট রয়েছে যাতে সব ধরনের মানুষ বসলেও তাদের আরাম হয়। ফ্রন্ট অ্যাপ্রনে লাগানো আছে ইনফিনিটি লাইট, রি-ডিজাইনড হেডল্যাম্প কাউলও এই স্কুটারের অন্যতম বৈশিষ্ট্য। এতে আবার ফুল ডিজিটাল এলসিডি কালার স্পিডোমিটার লাগানো আছে।


প্রচুর রঙের ভ্যারিয়ান্ট রয়েছে এই স্কুটারে। ডন ব্লু ম্যাট, গ্যালাক্টিক কপার ম্যাট, টাইটেনিয়াম গ্রে ম্যাট, স্টারলাইট ব্লু গ্লস, লুনার হোয়াইট গ্লস, মিটিওর রেড গ্লস। এর দাম শুরু হচ্ছে ৭৩,৭০০ টাকা থেকে। এখন বাজারে সমস্ত ডিলারশিপের কাছে এই স্কুটারের ৪টি ভ্যারিয়ান্ট পাওয়া যাবে- ড্রাম, ড্রাম অ্যালয়, ড্রাম এসএক্সসি এবং ডিস্ক এসএক্সসি।  


আরও পড়ুন: Maruti Cars: মারুতির এই দুই গাড়ি এবার আরও নিরাপদ, এল নতুন সেফটি ফিচার্স- দাম কি বাড়ল ?


Car loan Information:

Calculate Car Loan EMI