Maruti Car Safety Features: মারুতি সুজুকি সম্প্রতি একটা বড় পদক্ষেপ করেছে। মারুতি সুজুকি তাদের দুটি অত্যন্ত জনপ্রিয় গাড়ি অল্টো কে১০ আর এস প্রেসো এই দুটি গাড়িতে জুড়ে দিয়েছে আরও কিছু উন্নত সেফটি ফিচার্স। ফলে মারুতির গাড়ি (Maruti Cars) এখন আরও বেশি নিরাপদ। এন্ট্রি লেভেলের এই হ্যাচব্যাক গাড়ি (Maruti Car Safety Features) এখন গ্রাহকদের কাছে অনেক বেশি নিরাপদ বলেই বিবেচিত হবে এখন থেকে। তবে এই নতুন ফিচার্স জুড়ে দেওয়ার ফলে গাড়ির দাম কি বাড়ল ? নাকি একই থাকল ?


একটা বড়সড় ডেভেলপমেন্টের কারণে দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা হিসেবে মারুতি সুজুকি তাদের অল্টো কে ১০ এবং এস প্রেসো গাড়ির মডেলে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এই সেফটি ফিচার্সকে স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ইএসপি অর্থাৎ ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম আসলে এমন একটি গুরুত্বপূর্ণ সেফটি ফিচার্স যা কিনা গাড়িতে স্টেবিলিটি বাড়াতে সাহায্য করে এবং স্লিপারি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া থেকে আটকায়। এমারজেন্সি ব্রেক দিলে গাড়ি যে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে তা নিয়ন্ত্রণে রাখে এই সেফটি ফিচার্স।


এছাড়াও এই ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম গাড়িতে ইনস্টল করার ফলে অল্টো কে১০ ও এস প্রেসো মডেলের দাম কিন্তু বদলায়নি। সেফটি ফিচার্স গাড়িতে যুক্ত করলেও এই গাড়ি দুটির দাম বাড়ায়নি মারুতি সংস্থা। এর পাশাপাশি এই গাড়ি দুটিতেই স্ট্যান্ডার্ড সেফটি ফিচার্স হিসেবে টুইন এয়ারব্যাগ, এবিএস, ইবিডি এবং রিভার্স পার্কিং সেন্সর থাকবে অক্ষতভাবে।


ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম বেশ কিছু প্রোগ্রাম মনিটরিংয়ের মাধ্যমে স্কিডিং প্রতিরোধ করে। এক্ষেত্রে গাড়ির ইএসপি ইউনিট এবিএস, স্টেবিলিটি কনট্রোল, ট্রাকশান কনট্রোল, বিভিন্ন সেন্সরের ব্যবহার করে গাড়িটির আসল রাস্তা ঠিক করে রাখে এবং এই গাড়ির স্টেবিলিটি নিয়ন্ত্রণ করে রাখে।


মারুতির অল্টো কে ১০ বহুদিনের পুরনো এবং জনপ্রিয় একটি গাড়ির ব্র্যান্ড। ভারতের গাড়ির বাজারে এই অল্টো কে১০ একইসঙ্গে অন্যতম জ্বালানি সাশ্রয়ী গাড়িগুলির মধ্যে রয়েছে। অল্টো কে১০ গাড়িতে রয়েছে ১ লিটারের ৩ সিলিন্ডার এনএ পেট্রোল ইঞ্জিন। এই গাড়িতে ৬৭ বিএইচপি শক্তি ও ৮৯ এনএম টর্ক। এতে রয়েছে ৫ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন, একইসঙ্গে বিকল্প হিসেবে ৫ স্পিডের এএমটি রয়েছে এই গাড়িতে। মারুতি দাবি করছে ARAI সার্টিফায়েড মাইলেজ প্রতি লিটারে ২৪.৩৯ কিমি পাওয়া যাবে।


সাতটা আলাদা আলাদা রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই মারুতির গাড়ি। মেটালিক সিজলিং রেড, মেটালিক সিল্কি সিলভার, পার্ল মিডনাইট ব্ল্যাক, প্রিমিয়াম আর্থ গোল্ড, সলিড হোয়াইট, মেটালিক গ্রানাইট গ্রে, মেটালিক স্পিডি ব্লু। মারুতি সুজুকির অল্টো কে ১০ গাড়ির দাম শুরু হচ্ছে ৩.৯৯ লাখ টাকা থেকে এবং এস প্রেসো মডেলের দাম শুরু হচ্ছে ৫.৯৬ লাখ টাকা থেকে।  


আরও পড়ুন: FD Interest Rate: এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে ৭.৮৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন, কতদিন থাকবে সুযোগ ?


Car loan Information:

Calculate Car Loan EMI