সোমনাথ চট্টোপাধ্যায়:  এই মাসেই ভারতের বাজারে আসতে চলেছে হুন্ডাই ক্রেটার (Hyundai Creta) নয়া ফেসলিফট ভার্সন। সংস্থার তরফে জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকেই এই মডেলটি কিনতে পারবেন বা বুকিং করতে পারবেন গাড়িপ্রেমীরা। তবে এই ফেসলিফটে থাকছে আশ্চর্য সব সংযোজন, গিয়ারবক্স হোক বা ইঞ্জিন ভ্যারিয়্যান্টের ছড়াছড়ি।


SUV-র বর্ধিত চাহিদার বাজারে হুন্ডাই তাদের নতুন মডেল ক্রেটা ফেসলিফটের ব্যাপারে আগেই জানিয়েছিল। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। তার আগে গাড়ির ছবি প্রকাশ্যে আসতেই গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ল। হুন্ডাইয়ের বেস্ট সেলিং SUV-র মধ্যে অন্যতম সেরা মডেল ছিল হুন্ডাই ক্রেটা। এবার তারই ফেসলিফট (Hyundai Creta Facelift) ভার্সন আসবে বাজারে।


ক্রেটা ফেসলিফটের যে ১.৫ লিটার টার্বো পেট্রোল ভার্সন যা কিনা হুন্ডাইয়ের অন্যতম সেরা মডেল বলে ধরা হয়, সেটি এবার বাজারে আসবে ডিসিটি অটোমেটিক এবং প্যাডল শিফটার সহ। এতে SX (0), SX (0) DT ভ্যারিয়্যান্টও থাকছে এতে। এই ফেসলিফটে একসঙ্গে অনেকগুলি ট্রিম লেভেল থাকছে যেমন E, EX, S, S (O), SX, SX Tech এবং SX (O)।


১.৫ লিটার টার্বো পেট্রোল একইসঙ্গে ৬ স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স, হুন্ডাইয়ের সিভিটি, আইভিটি এই ফিচার্সও থাকছে এই গাড়িতে। ক্রেটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে একটি গিয়ারবক্স অপশন এবং একটি ডিসিটি থাকছে, সঙ্গে একটি ম্যানুয়াল। সেলটোস ফেসলিফটে যেখানে আইএমটি গিয়ারবক্সও থাকে, সেখানে ক্রেটা টার্বো মডেলটিকে কীভাবে ফ্ল্যাগশিপ মডেল হিসেবে গড়ে তোলে সেটাই দেখার।


এছাড়াও একটা ক্রেটা সিভিটির ক্ষেত্রে একই ফিচার্স থাকছে, তবে শুধু চওড়া ইঞ্জিন একটা বাড়তি পাওনা। নতুন ক্রেটায় টার্বো পেট্রোল ইঞ্জিনে রয়েছে ১৬০এইচপি, ২৫০এনএম ক্ষমতা যেটা কিনা একটা নতুন ভার্না এবং আলকাজার মডেলে দেখতে পাওয়া যায়। তবে এর দাম কত হতে চলেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত।  


এখনও পর্যন্ত জানা গিয়েছে মোট ৭টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই হুন্ডাই ক্রিটা ফেসলিফট মডেল (Hyundai Creta Facelift)। এর মধ্যে ৬টি মনোটোন কালার যেমন- Emerald Pearl, Fiery Red, Ranger Khaki, Abyss Black, Atlas White, Titan Grey। বাকি ১টা হল ডুয়াল টোন কালার যার মধ্যে রয়েছে ব্ল্যাক রুফের সঙ্গে অ্যাটলাস হোয়াইটের কম্বো।


 


আরও পড়ুন: New Hyundai Creta 2024: ২৫০০০ টাকাতেই বুকিং, কী চমক রয়েছে হুন্ডাই ক্রেটার নতুন এই মডেলে ?


Car loan Information:

Calculate Car Loan EMI