EV Cars: ভারতীয়দের মধ্যে এখন ছোট গাড়ি কেনার দিকে বেশি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর এই বিষয়টি মাথায় রেখেই গাড়ি নির্মাতারা কিছু ছোট আকারের গাড়ি নির্মাণের দিকে নজর দিয়েছে। আর বৈদ্যুতিন গাড়ির (EV Cars) ক্ষেত্রেও বড় গাড়ির থেকে ছোট আকারের স্মার্ট লুকের গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। এবার সেই কনসেপ্টেই হুন্ডাই নিয়ে এল তাদের নতুন বৈদ্যুতিন গাড়ি Hyundai Inster। মূলত হুন্ডাই ক্যাসপারের উপরে তৈরি হয়েছে এই বৈদ্যুতিন গাড়ি (Hyundai Inster EV)। বাজারে এবার টাটা পাঞ্চের একাধিপত্য শেষ। টাটার এই গাড়িকে টেক্কা দেবে হুন্ডাই। এখনও পর্যন্ত ভারতের বাজারে সবথেকে নিরাপদ ও সুরক্ষিত ইভি বলে মানা হয় টাটা পাঞ্চকে (Tata Punch EV)। এবার সেই জায়গাই কি দখল করতে এল হুন্ডাই ইন্সটার ?


কী কী ফিচার্স আছে


হুন্ডাইয়ের নতুন এই ইভিতে এলইডি ডে-টাইম রানিং আছে, পিক্সেল গ্রাফিক টার্ন সিগনাল আছে। ফ্রন্ট এন্ডেই রয়েছে এই সিগনালের ফিচার্স। এই গাড়ির টপ এন্ড ভ্যারিয়ান্টে রয়েছে ১৭ ইঞ্চির চাকা, যা এর আগে কোনও ছোট গাড়িতে দেখা যায়নি। শুধু তাই নয়, হুন্ডাই ইন্সটার ইভিতে রয়েছে ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন সিস্টেম। এছাড়াও অত্যাধুনিক ফিচার্স যেমন ওয়্যারলেস চার্জিং, ওয়ান টাচ সানরুফ, ৬৪ কালার এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটও রয়েছে এই গাড়িতে।




শক্তিশালী ইঞ্জিন


হুন্ডাই এবার বাজারে নিয়ে এসেছে হুন্ডাই ইন্সটার ইভি যেখানে ৪২ কিলোওয়াট আওয়ার এবং ৪৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি বিকল্প রয়েছে। এই গাড়ির বেস ভ্যারিয়ান্টে রয়েছে ৭১.১ কিলোওয়াটের মোটর যা ৯৭ পিএস শক্তি উৎপন্ন করে এবং ১৪৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এর দ্বিতীয় ভ্যারিয়ান্টটিতে ৮৪.৫ কিলোওয়াটের মোটর রয়েছে যা ১১৫ পিএস ক্ষমতা এবং ১৪৭ এনএম টর্ক উৎপন্ন করে।


এছাড়া এই গাড়ির রেঞ্জের কথা ধরলে একবার সম্পূর্ণ চার্জ দিলে হুন্ডাই ইন্সটার ইভিতে একটানা ৩৫৫ কিমি রাস্তা যেতে পারে। এতে ফাস্ট চার্জিংয়ের অপশনও আছে। আর এর সাহায্যে মাত্র ১০ মিনিটের মধ্যেই ৮০ শতাংশ চার্জ সম্পূর্ণ হয়ে যায়। গাড়িতে আছে V2L ফিচার্সও, এর মানে হল ভেহিকল টু লোড।




কবে আসবে বাজারে


হুন্ডাই তাঁর এই ইন্সটার ইভি প্রথমে নিয়ে আসবে কোরিয়ার বাজারে। এরপরে গাড়িটি লঞ্চ করা হবে ইউরোপ, মধ্য প্রাচ্য এবং এশিয়া উপমহাদেশে। হুন্ডাই ক্যাসপারের থেকেও এই গাড়িটি বহু দেশে উপলব্ধ হবে। তবে এর দাম কত হবে তা এখনও জানা যায়নি।


আরও পড়ুন: Maruti Suzuki Discount: মারুতির এই হাইব্রিড মডেলে ১ লাখ টাকার ছাড় ! চাহিদা তুঙ্গে ভারতের বাজারে


Car loan Information:

Calculate Car Loan EMI