Hyundai: দেশে যে হারে ইভি উৎপাদন এবং চাহিদা বেড়ে চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ইভি চার্জিং স্টেশন সেভাবে বাড়েনি দেশে। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে সমস্যা নেই, কারণ পেট্রোল পাম্পের কমতি নেই দেশে। কিন্তু উঠতি বাজারে চাহিদার বাজারে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নেই ইভি চার্জিং স্টেশন। ফলে যারা ইভি কিনছেন, তাঁরা অনেকেই সমস্যায় পড়েন। ইভিতে (Hyundai EV Charging Station) লং ড্রাইভে যেতে চান না অনেকেই। এবার সেই সমসয়া মেটাতেই সারা দেশ জুড়ে ১০০টি ইভি চার্জিং স্টেশন নির্মাণের কথা জানাল হুন্ডাই।


দেশের হাইওয়েগুলির ধারে ইভি চার্জিং স্টেশন তৈরি করার কথা ভাবছে হুন্ডাই সংস্থা। এর ফলে দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ি কেনার বিষয়েও আগ্রহী হয়ে উঠবে দেশবাসী। জানা গিয়েছে ইতিমধ্যেই দেশের হাইওয়েগুলির ধারে ফাস্ট ইভি চার্জিং নেটওয়ার্ক প্রসারিত করার লক্ষ্যে হুন্ডাই ১১টি নতুন চার্জিং স্টেশন গড়ে তুলেছে। মুম্বই, পুনে, আহমেদাবাদ, বেঙ্গালুরু ইত্যাদি শহরের জন্য এই চার্জিং স্টেশনগুলি (Hyundai EV Charging Station) তৈরি করা হয়েছে হুন্ডাইয়ের পক্ষ থেকে। এই চার্জিং স্টেশনগুলিতে তিন রকম চার্জিং পয়েন্ট রয়েছে- একটি ডিসি ১৫০ কিলোওয়াট, ডিসি ৬০ কিলোওয়াট এবং একটি ডিসি ৩০ কিলোওয়াট। শহরের মধ্যে এবং শহর থেকে শহরে যাওয়ার সুবিধের কথা মাথায় রেখে ইলেকট্রিক গাড়ির চাহিদা আরও বাড়াতে এই উদ্যোগ নিয়েছে হুন্ডাই।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ২০২৭ সালের মধ্যেই সারা দেশে ১০০টি আল্ট্রা ফাস্ট ইভি চার্জিং স্টেশন স্থাপন করবে হুন্ডাই। মূলত দিল্লি-চণ্ডিগড়, দিল্লি-জয়পুর, হায়দরাবাদ-বিজয়ওয়াড়া, মুম্বই-সুরাট, মুম্বই-নাসিক এই হাইওয়েগুলির ধারেই মূলত ১১টি চার্জিং স্টেশন (Hyundai EV Charging Station) স্থাপন করেছে হুন্ডাই মোটরস।


সংস্থার তরফে জানা গিয়েছে, ২১ মিনিটের মধ্যেই এই চার্জিং স্টেশনে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। খরচের একটা আনুমানিক হিসেবও দিয়েছে সংস্থা। ৩০ কিলোওয়াট চার্জারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ১৮ টাকা, ৬০ কিলোওয়াট চার্জারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ২১ টাকা এবং ১৫০ কিলোওয়াট চার্জারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ২৪ টাকা খরচ হতে পারে ইভি ব্যবহারকারীদের।


এই সমস্ত ইভি চার্জিং স্টেশনগুলিতে নির্দিষ্ট লোক সবসময় থাকবে, দিনের ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই স্টেশনগুলি। এমনকী গ্রাহকের সুবিধের জন্য চার্জিং স্টেশনের পাশে রেস্তোরাঁ এবং কফিশপও তৈরি করা হয়েছে।


আরও পড়ুন: Ola Electric: ২৫০০০ টাকা ছাড়ে পাবেন এই ইলেকট্রিক স্কুটার ! কোন মডেল ?


Car loan Information:

Calculate Car Loan EMI