Ola S1 Pro: আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে ওলার আইপিও, এমনটাই শোনা গিয়েছিল। আর সেই আবহেই ই-স্কুটারের ক্ষেত্রে এক ধাক্কায় ২৫ হাজার টাকা দাম কমিয়ে দিল ওলা ইলেকট্রিক। একটা মডেল নয়, তিন তিনটে মডেলের ক্ষেত্রেই একই হারে ২৫ হাজার টাকা দাম কমাল ওলা ইলেকট্রিক (Ola Electric)। তবে অফার শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসের জন্যেই।
হঠাৎ দাম কমল কেন ?
ইলেকট্রিক যানবাহন নির্মাতা সংস্থা ওলা ইলেকট্রিক তাঁদের কস্ট স্ট্রাকচার আরও মজবুত করতে, ইন্টিগ্রেটেড ইন-হাউজ টেকনোলজি তৈরি করতে এই আকস্মিক দাম কমিয়েছে ওলা। ম্যানুফ্যাকচারিং ইনসেনটিভ, ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে ওলা। আর সেই উদ্যোগের ভাল ফললাভের প্রভাব পড়বে ওলার ক্রেতাদের উপরেও। যে ম্যানুফ্যাকচারিং কস্ট বাঁচাবে ওলা (Ola Electric), সেই হারে ক্রেতাদের উপরেও চাপ কমবে এবং স্বাভাবিকভাবেই ওলা ইলেকট্রিকের মডেলের দাম কমবে। একটা আইসিই স্কুটার কেনার কোনও কারণই থাকবে ক্রেতাদের, সবার আগে বিকল্প হিসেবে উঠে আসবে ওলা ইলেকট্রিকের মডেল।
কোন কোন মডেলে দাম কমেছে ?
ওলা ইলেকট্রিকের (Ola Electric) তিনটি জনপ্রিয় ই-স্কুটার মডেলেই একই হারে ২৫০০০ টাকা কমেছে। Ola S1 X+ মডেলটি ২৫০০০ টাকা ছাড় দিয়ে এখন ৮৪,৯৯৯ টাকাতেই কিনতে পাওয়া যাবে। Ola S1 Pro মডেলটির একইভাবে দাম কমে হয়েছে ১,২৯,৯৯৯ টাকা। সবশেষে Ola S1 Air মডেলের দাম ২৫ হাজার টাকা কমে হয়েছে ১,০৪,৯৯৯ টাকা।
আগেও দাম কমেছিল
২০২৩ সালের ডিসেম্বর মাসেও Ola S1 X+ মডেলের দাম ২০ হাজার টাকা কমিয়েছিল ওলা ইলেকট্রিক। নতুন বছরে ফেব্রুয়ারি মাসে ফের দাম কমল এই স্কুটারের, সঙ্গে যুক্ত হল আরও দুটি মডেল।
অন্যান্য ইলেকট্রিক স্কুটারেও দাম কমছে
ওলা ইলেকট্রিকের (Ola Electric) প্রতিদ্বন্দ্বী Ather Energy-ও তাঁর 450S এন্ট্রি লেভেল মডেলে এই বছর জানুয়ারি মাসেই ২০ হাজার টাকা দাম কমিয়েছিল। অন্যদিকে গত বছর অগস্ট মাসে বাজাজ অটো গ্রুপ তাঁদের Chetak Premium-এ দাম কমিয়েছিল ২২০০০ টাকা।
সম্প্রতি ওকায়া ইভিও তাঁদের ইলেকট্রিক স্কুটারের মডেলে দাম কমানোর ঘোষণা করেছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওকায়া ইভির স্কুটারে ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ছাড় দিয়ে ওকায়ার Freedum মডেলের দাম হয়েছে এখন ৭৪,৮৯৯ টাকা।
দাম কমানোর ধারা আটকে নেই শুধু দু-চাকার গণ্ডিতেই, চার চাকা নির্মাণকারী সংস্থাগুলিও দাম কমাচ্ছে ব্যাপক হারে। টাটা মোটরস তাঁদের টিয়াগো ইভি এবং নেক্সন ইভি মডেলের ক্ষেত্রে ১.২ লাখ টাকা দাম কমিয়ে দিয়েছে সম্প্রতি।
আরও পড়ুন: Skoda EV: টাটা নেক্সনের সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে স্কোডার নতুন ইভি ! দাম কত ?
Car loan Information:
Calculate Car Loan EMI