SUV Cars: ভারতে দিন দিন এসইউভি গাড়ির চাহিদা ব্যাপক হারে বাড়ছে আর সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে অফ-রোড মডেলের একটি নতুন গাড়ি বাজারে নিয়ে এল জিপ র‍্যাংলার (Jeep Wrangler 2024)। বাজারে লঞ্চ হল জিপ র‍্যাংলার ফেসলিফট ২০২৪। এসইউভির দুনিয়ায় একটা অন্যতম আইকন হল জিপ র‍্যাংলার। এবার এই মডেলের আপডেটেড ভার্সনে কী কী বদল এল ? কী ভাল হল ? কোন জিনিসটাই বা খারাপ লাগল ? দেখে নেওয়া যাক চলুন।


এই আপডেটেড ভার্সনে মূলত গাড়ির কমফর্ট ও ফিচার্স বাড়ানর পাশাপাশি এটিকে কীভাবে আরও বেশি ব্যবহারযোগ্য করে তোলা যায়, সেই চেষ্টাই করা হয়েছে। গাড়িপ্রেমীরা যারা র‍্যাংলারের (Jeep Wrangler 2024) এই মডেলটা কিনবেন, তাঁরা যাতে রোজই এই গাড়ি চালাতে পারেন, সেদিকে বেশি খেয়াল রাখা হয়েছে। এই নতুন র‍্যাংলার মডেলে ক্ল্যাসিক স্ট্যান্সের সঙ্গে বজায় রাখা হয়েছে আবেদনপূর্ণ লুকস। এই নতুন মডেলে থাকছে ৭ স্লটের একটি গ্রিল। আর এই স্লটগুলি কুলিংয়ের ক্ষেত্রেও কাজে লাগে খুব। এতে যেমন নতুন এক্সটিরিয়র রংও রয়েছে, তেমনই অ্যালয় হুইলও জুড়ে গিয়েছে নতুন।


গাড়ির ভিতরের দিকের কথা বলতে হলে, ১২.৩ ইঞ্চির বড় টাচস্ক্রিনের ইনফোটেইনমেন্ট সিস্টেম, আর তাঁর সঙ্গে নতুন ইনস্ট্রুমেন্ট প্যানেল জুড়ে গিয়েছে। বড় টাচস্ক্রিনের (Jeep Wrangler 2024) সঙ্গে এসেছে বড় ক্যামেরা ভিউ এবং এই ডিসপ্লে পরিস্কার করাও এবার অনেক সহজ। অন্যান্য বদলের মধ্যে রয়েছে একটা গরিলা ক্লাস উইন্ডশিল্ড, নয়েস ক্যান্সেলেশন টেক, স্ট্যান্ডার্ড ৬ এয়ারব্যাগ, ADAS, ১২ ওয়ে পাওয়ারড সিট ইত্যাদি। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো বা কার প্লে এবং অ্যালপাইন অডিয়ো সিস্টেম রয়েছে এই র‍্যাংলার নতুন মডেলে।


তবে পাওয়ারট্রেনে কোনও বদল আসেনি। আর তাই র‍্যাংলার ফেসলিফট ২০২৪-এও রয়েছে ২.০ লিটার টার্বো পেট্রোল, ২৭০ এনএম এবং ৮ স্পিডের অটো সিস্টেম। এই মডেলে যদিও কোনও ম্যানুয়াল রাখা হয়নি। তবে এমন ব্যবস্থা রাখা হয়েছে যাতে সিঁড়ির মত ধাপ সহজেই নেমে আসতে পারে। এর আকার ছাড়াও ইঞ্জিনের যথেষ্ট টর্ক আছে, আর তাঁর মানে যতই একে জোরে চালানো হোক না কেন, জিপ র‍্যাংলারের মডেলের দম ফুরোয় না সহজে।


রোজকার ব্যবহারের জন্য এই গাড়ির মডেলে আরামের অনেক উপাদান আছে। কম রেঞ্জের মধ্যে ওয়াটার ওয়েডিং ক্ষমতার ব্যবহারে এই গাড়ি পাহাড়েও চড়তে সক্ষম।


আমরা কী পছন্দ করলাম- লুকস, নতুন ফিচার্স, অফ রোড ক্ষমতা


কী পছন্দ হল না- বাউন্সি রাইড


আরও পড়ুন: Ultraviolette F77 Mach 2: এটাই নাকি সবচেয়ে দ্রুতগামী ইলেকট্রিক মোটরবাইক! দাম কত জানেন?


Car loan Information:

Calculate Car Loan EMI