Discount Offer: ২০২৪ সাল শেষ হতে চলেছে। ডিসেম্বর মাসে বহু গাড়ি-বাইক নির্মাতা সংস্থা তাদের মডেলের উপর দারুণ ছাড় (Bike Offer) দিয়ে থাকে। বৈদ্যুতিন স্কুটারের উপর টিভিএস এবং ওলাও ছাড় দিয়েছে। টিভিএসের আইকিউব স্কুটারের উপর ১০০ শতাংশ ক্যাশব্যাকের সুবিধে মিলবে এই ডিসেম্বর মাস পর্যন্ত। তবে একইসঙ্গে বেশ কিছু প্রিমিয়াম বাইকের (Kawasaki Bikes) দামেও রয়েছে ছাড়। কাওয়াসাকি তার বাইকগুলিতেও নিয়ে এসেছে দারুণ ছাড়ের সুযোগ। এই সংস্থার বাইকে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত অফার চলছে। কোন কোন মডেল পাবেন সস্তায় ?


Kawasaki Ninja 300-তে চলছে ছাড়


কাওয়াসাকি নিঞ্জা ৩০০ মডেলের এক্স শোরুম দাম রয়েছে ৩.৪৩ লক্ষ টাকা। এই টুইন সিলিন্ডার বাইকটি সবথেকে সস্তায় বিক্রি করছে এই সংস্থা। কাওয়াসাকির সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকের মধ্যে এটি অন্যতম। সবথেকে বেশি বিক্রি হওয়া এই বাইকে সংস্থার পক্ষ থেকে ৩০ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর কারণে কাওয়াসাকি নিঞ্জা ৩০০-এর দাম নেমে এসেছে ৩.১৩ লক্ষ টাকায়।


কাওয়াসাকির অন্য বাইকে ছাড়ের সুযোগ


কাওয়াসাকির অন্য বেশ কিছু বাইকের দামও এই মাসে সস্তায় পাবেন। কাওয়াসাকি ৫০০ বাইকটি সম্পূর্ণরূপে বিদেশে তৈরি একটি বাইক। ভারতের বাজারে এই বাইকের দাম রয়েছে ৫.২৪ লক্ষ টাকা। এই কাওয়াসাকি বাইকের দামে ১৫ হাজার টাকার ছাড় পাওয়া যাবে, অর্থাৎ এই বাইকের দাম কমে এখন মিলবে ৫.০৯ লক্ষ টাকায়।


অন্যদিকে কাওয়াসাকি ভেরসিস বাইকেও এই সুবিধে দেওয়া হচ্ছে। এই বাইকের এক্স শোরুম দাম ছিল ৭.৭৭ লক্ষ টাকা, কিন্তু এখন এই বাইকে ৩০ হাজার টাকার ছাড় রয়েছে এবং ছাড়ের পর এর দাম হবে ৭.৪৭ লক্ষ টাকা।


এই বাইকে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ছাড়


কাওয়াসাকি ভেরসিস ৬৫০ বাইকেরই সমগোত্রীয় একটি মডেল রয়েছে কাওয়াসাকি নিঞ্জা ৬৫০। এই বাইকে সবথেকে বেশি ছাড় মিলছে। ২০২৪ সালের ডিসেম্বরে এই বাইকের দাম ৭.১৬ লক্ষ টাকা থেকে নেমে হয়েছে ৬.৭১ লক্ষ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৪৫ হাজার টাকা দাম কমে গিয়েছে এই বাইকে। কাওয়াসাকি জেড ৯০০ বাইকে ৪০ হাজারের ছাড় মিলছে, ফলে এই বাইকের দাম ৯.৩৮ লক্ষ টাকা থেকে ৮.৯৮ লক্ষ টাকায় নেমে এসেছে।


আরও পড়ুন: Stocks to Buy: ২০২৫-এ দারুণ মুনাফা দিতে পারে এই ১২ স্টক, এখন বিনিয়োগে লাভ পাবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI