Auto News: অবশেষে পর্দা উঠতে চলেছে। ২০২৩-এর অটো এক্সপোতে প্রকাশ্যে আসবে বিলাসবহুল গাড়ি লেক্সাসের পঞ্চম প্রজন্ম। এই খবর প্রকাশ্যে এনেছে টিম Lexus। কোম্পানির তরফে জানানো হয়েছে, এবার Lexus RX SUV নিয়ে আসছে কোম্পানি। ১৯৯৮ সাল থেকে এই সিরিজের গাড়ি তৈরি করছে লেক্সাস। এটি কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ গাড়ি। অটো এক্সপো ২০২৩-এ তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেখে অনেক গাড়ি নির্মাতারা খুবই উচ্ছ্বসিত। এবার সেখানেই দেখা যাবে লেক্সাসের নতুন উদ্ভাবন। 


Lexus RX: আয়তনে কতটা বড় গাড়ি ?
এই গাড়িটির চতুর্থ প্রজন্মের মডেল বর্তমানে দেশে পাওয়া যাচ্ছে। চলতি বছরের জুন মাসে লেক্সাসের RX পঞ্চম প্রজন্মের মডেল বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছিল। নতুন মডেলের দৈর্ঘ্যও বর্তমান মডেলের মতোই হবে। তবে এর হুইলবেস 60 এমএম লম্বা হবে। নতুন TNGA-K প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে এই গাড়ি। লেক্সাস আগের চেয়ে 25 মিমি চওড়া ও 90 কেজি হালকা। নতুন আরএক্স একটি নতুন স্পিন্ডল গ্রিল ডিজাইন পাবে। বাকি সবকিছু কোম্পানির সিগনেচার ডিজাইনের মতোই থাকছে।


Auto News: গাড়ির ভিতর কেমন ?
একটি বিলাসবহুল SUV হওয়ায় এর কেবিনে উপস্থিত বৈশিষ্ট্যগুলির সঙ্গে সঙ্গে আরামের মাত্রাও বাড়ানো হবে। প্রস্থ ও হুইলবেস বাড়ানোর কারণে কেবিনে আরও জায়গা থাকবে, সেই সঙ্গে ড্যাশবোর্ডে সেন্টার বোর্ড ডিজাইন দেওয়া হয়েছে। ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এখন আরও প্রিমিয়াম সারফেস সহ আরও বড় হয়েছে। নতুন মডেলটি 14 ইঞ্চি টাচস্ক্রিন দিয়ে সজ্জিত। এ ছাড়াও, এটি কোম্পানির প্রথম কানেকটেড প্রযুক্তির গাড়ি হবে।


Lexus RX: দুটি ভেরিয়েন্টে আসবে


বর্তমানে, RX-এর 450h+ মডেলটি ভারতে 1.11 কোটি টাকার এক্স-শোরুম মূল্যে পাওয়া যাচ্ছে। এটি একটি 3.5L, V6 পেট্রোল ইঞ্জিন পায়, যা নতুন সংস্করণে পাওয়া যাবে না। 2023 RX 2.4L ও 2.5L, 4-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ইউনিট পাবে। এর গ্লোবাল মডেলে 350, 350h, 500h এবং 450h+ এর মতো চারটি ভেরিয়েন্ট রয়েছে। যদিও Lexus বলেছে, যে এটি অটো এক্সপোতে নতুন RX-এর মাত্র দুটি ভেরিয়েন্ট দেখাবে।


Auto News: অডি আরএস ৫ এর সঙ্গে হবে প্রতিযোগিতা


AUDI RS 5 একটি 2.9-লিটার টুইন-টার্বো V6 পেট্রোল ইঞ্জিনে (450PS/600Nm) চলে । এই ইঞ্জিনটি একটি 8-স্পিড স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সঙ্গে মিলিত হয়। এই গাড়িটি মাত্র 3.9 সেকেন্ডে 0-100 kmph গতি তুলতে পারে, এর সর্বোচ্চ গতি 250 kmph।


আরও পড়ুন : Electric Bullet: দেড় লাখে পাবেন রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বুলেট ! রেঞ্জ ১৫০ কিমি


Car loan Information:

Calculate Car Loan EMI