Cars : এবার নতুন প্রজন্মের বোলেরো ( New Mahindra Bolero) আনতে চলেছে মহিন্দ্রা। শীঘ্রই এই গাড়ি দেখা যাবে প্রকাশ্যে। আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আরও দুটি এসইউভি (SUV) কনসেপ্ট মডেল দেখাবে মহিন্দ্রা। জেনে নিন, কী নতুন থাকতে পারে এই গাড়িগুলিতে (Cars)।
কেন এই গাড়ি ঘিরে এত উৎসাহমহিন্দ্রার গাড়ির স্টকে সবচেয়ে আইকনিক গাড়িগুলির মধ্যে একটি স্করপিও। এই গাড়ির জন্য মহিন্দ্রার ব্র্যান্ডভ্যালু ও জনপ্রিয়তা চরম উচ্চতায় পৌঁছেছে। এখন নতুন বোলেরোতে আরও বেশি বৈশিষ্ট্য ও পাওয়ারের কথা চিন্তা করছে কোম্পানি। নতুন প্রজন্মের মডেলটি একটি মনোকোক প্ল্যাটফর্মে তৈরি হয়েছে। ভারতে সেই নতুন মডেলের ছবি দেখা যাবে শীঘ্রই।
কবে দেখা যেতে পারে এই গাড়িচলতি বছরের ১৫ অগাস্ট মহিন্দ্রা একটি কনসেপ্ট কারও এই প্ল্যাটফর্মে লঞ্চ করবে। এই নতুন প্ল্যাটফর্মটি পেট্রোল এবং ডিজেলে ভারতের বাজারে আসবে। তবে এর একটি বৈদ্যুতিক সংস্করণও তৈরি করবে কোম্পানি। যার অর্থ নতুন বোলেরোটি ইভি মডেলেও পাওয়া যাবে।
আরও কী গাড়ি দেখাবে মহিন্দ্রানতুন বোলেরো ছাড়াও এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে অন্যান্য নতুন কনসেপ্টেও ওইদিন দেখা যাবে। এই নতুন প্ল্যাটফর্মটি মাহিন্দ্রার ভবিষ্যতের পণ্যগুলিকে ভিত্তি করে তৈরি করবে। এই কাজ ২০২৭ সাল থেকে শুরু হবে। এই নতুন প্ল্যাটফর্ম আরও ভাল পারফরম্যান্স দেব। যেখানে আরও জায়গা পাবেন ক্রেতা। মনোকোক প্লাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গাড়ি।
১৫ অগাস্টে কী দেখা যাবে১৫ অগাস্টের অন্যান্য ও পূর্ববর্তী লঞ্চগুলির তুলনায় এবার আমরা কোনও নতুন লঞ্চ দেখতে পাব না। পরিবর্তে আমরা একটি নতুন প্ল্যাটফর্ম পাব। ২০৩০ সাল পর্যন্ত মাহিন্দ্রার একটি শক্তিশালী প্রোডাক্ট লাইনআপ রয়েছে। এই প্ল্যাটফর্মটি সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মনে করা হচ্ছে ,নতুন প্রজন্মের বোলেরো হবে স্করপিও ও সবচেয়ে ছোট XUV3XO এর মধ্যে প্রোজেক্টেড একটি গাড়ি। এই গাড়ি কোম্পানির আরও একটি শক্তিশালী নতুন SUV হবে, যা মহিন্দ্রার লাইনআপকে বিস্তার করবে।
Tata EV: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আর এই বাজারে ৫০ শতাংশ অধিকার রয়েছে টাটা মোটরসের। টাটা মোটরস ২০২৫ অর্থবর্ষে মোট দেশের ইভি বিক্রির ৫০ শতাংশ একাই বিক্রি করেছে। এবার এই সংস্থা (Tata Sierra EV) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি টাটা সিয়েরা ইভি। শুধু ইভি বলা ভুল হবে, এই বৈদ্যুতিন ভার্সনের সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেল ভার্সনও বাজারে (Tata EV) আনবে এই সংস্থা। রিপোর্ট অনুসারে টাটা সিয়েরা ইভিতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫০০ কিমি পর্যন্ত চলতে পারবে।
Car loan Information:
Calculate Car Loan EMI