কলকাতা: গাড়িবাজারে বড়সড় অদল-বদল। বাজার মূল্যায়ন বা market capitalisation-এর নিরিখে Tata Motors-কে পিছনে ফেলল আর-এক দেশীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এই খবর সামনে এসেছে শুক্রবার। 


শুক্রবার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্টক ৬২ টাকারও বেশি বেড়ে  ২৯১৪ টাকা পেরিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় যা ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবারের লেনদেনে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্টকের দাম ৫২ সপ্তাহের নিরিখে সর্বোচ্চ স্তর ছুঁয়ে ফেলেছিল। এখন এই সংস্থার mcap ৩,৬৩,৯৮০ কোটি টাকার আশেপাশে। যার ফলে এখন ভারতের বাজারে মারুতি সুজুকির পরেই সবচেয়ে দামি গাড়ি প্রস্তুতকারী সংস্থার স্থানে উঠে এসেছে মাহিন্দ্রা অ্য়ান্ড মাহিন্দ্রা। পিছনে ফেলেছে টাটা মোটর্সকে। 


এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী এই সংস্থার গাড়ি স্করপিও এন (Mahindra Scorpio N), বোলেরো এবং থর (Mahindra Thar) বিক্রি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে মাহিন্দ্রার ২ হাজার কোটি টাকারও বেশি মুনাফা ছিল। সংস্থার হাতে একাধিক SUV-এর বুকিংও রয়েছে। মে মাসে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মোট বিক্রি লাফিয়ে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিচার করলে যা ১৭ শতাংশ বেশি।  


এরই মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বিশ্বের বৃহত্তম ট্র্যাক্টর কোম্পানি হওয়ার খেতাবও পেয়েছে। Mahindra & Mahindra -এর তরফে যে তথ্য এসেছে, তাতে সংস্থাটি ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে সম্প্রসারণের জন্য ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এর সাথে, এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (SUV) এবং ইলেকট্রিক ভেহিকল (EV) এর উৎপাদন ক্ষমতা ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। চলতি বছরের মার্চের শেষ নাগাদ মাসে এই ধারণক্ষমতা ছিল ৪৯ হাজার ইউনিট। যা প্রতি মাসে ৭২ হাজার ইউনিটে তোলার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই সঙ্গে আগামী ৬ বছরে ৬টি নতুন ডিজেল SUV লঞ্চ করার পরিকল্পনা করেছে। কম্বাশন ইঞ্জিন, বাণিজ্যিক গাড়ি নিয়েও বিশেষ লক্ষ্য রয়েছে সংস্থার। নজর রয়েছে আন্তর্জাতিক বাজার ধরা নিয়েও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়াশোনা: UPSC দেননি! ধাপে ধাপে এখন IAS! চমকে দেবে এই লড়াকুর কাহিনি


 


Car loan Information:

Calculate Car Loan EMI