Mahindra Cars: মহিন্দ্রা থারের রক্স ভার্সন বিগত ১৫ অগাস্ট বাজারে এসেছিল। থারের এই নতুন মডেলের লঞ্চ নিয়ে বাজারে প্রচুর উন্মাদনা (Mahindra Thar Roxx) তৈরি হয়েছিল। এখন মানুষ এই ৫ ডোর থার সম্পর্কে আরও উৎসাহী হয়ে উঠছে। মহিন্দ্রা থার সম্প্রতি ৪*৪ ভ্যারিয়ান্টের দাম প্রকাশ করেছে। গাড়িপ্রেমীরা (Mahindra Thar) কি এবার ৪.২ ভ্যারিয়ান্টের বদলে ৪*৪ ভ্যারিয়ান্ট কিনতে পছন্দ করবেন ? দামে কত ফারাক হচ্ছে ?


মহিন্দ্রা থার রক্সের নতুন ভ্যারিয়ান্ট


মহিন্দ্রা থার রক্সের এমটি এমএক্স ৫ ভ্যারিয়ান্টের জন্য একটি নতুন ৪*৪ মডেল এসেছে। থার রক্সের এই মডেলের দাম ১৮.৭৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে এর এএক্স৭ এল ম্যানুয়াল পাওয়া যাচ্ছে ২০.৯৯ লক্ষ টাকায়। আর অন্যদিকে মহিন্দ্রা থারের এএক্স৫ এল ভ্যারিয়ান্টের দাম ধার্য করা হয়েছে ২০.৯৯ লক্ষ টাকা থেকে। এই মহিন্দ্রা থারের টপ এন্ড অটোমেটিক ডিজেল ভ্যারিয়ান্টের দাম ২২.৪ লক্ষ টাকা।


থার রক্সের পাওয়ারট্রেন


থার রক্সের ৪*৪ ভ্যারিয়ান্টে আসছে ডিজেল ইঞ্জিনের সুবিধে। ম্যানুয়াল ট্রান্সমিশন সহ এর ৪*৪ ভ্যারিয়ান্টের শক্তি থাকবে ১১১.৯ কিলোওয়াট এবং এটি ৩৩০ এনএম টর্ক জেনারেট করে যেখানে এর অটোমেটিক ৪*৪ ডিজেল ভ্যারিয়ান্ট ১২৮.৬ কিলোওয়াট শক্তি প্রদান করে, ৩৭০ এনএম টর্ক উৎপন্ন করে। ৩ অক্টোবর থেকে এই সমস্ত ভ্যারিয়ান্টের ডেলিভারি শুরু করবে মহিন্দ্রা।


থার রক্সের নয়া ভ্যারিয়ান্ট দামি নাকি সস্তা


থার রক্সের ৪*৪ ভ্যারিয়ান্টের সঙ্গে যদি দের ৪*২ ভ্যারিয়ান্টের তুলনা করা যায় তাহলে দেখা যাবে এই নতুন ভ্যারিয়ান্টটির দাম ২ লক্ষ টাকা বেশি পড়বে। তবে যারা প্রায়ই অফ-রোডিং করেন, তাদের ক্ষেত্রে এই নতুন ভ্যারিয়ান্টটি বেশ ভাল। ৪।*৪ ভ্যারিয়ান্টগুলির দাম অনেকটাই বেশি রয়েছে কারণ এতে চারটি চাকার পাওয়ার দেওয়া হয়, যেখানে ডুয়াল হুইল ড্রাইভের দাম অনেক কম হয়।


মহিন্দ্রা থার রক্সের প্রাথমিক দাম


মহিন্দ্রা থার রক্সের ৫ ডোর মডেলের দাম শুরু হচ্ছে ১২.৯৯ লক্ষ টাকা থেকে। আর এই গাড়ির টপ এন্ড মডেলের দাম থাকছে ২২.৪৯ লক্ষ টাকা। থার রক্সের আরডব্লিউডি ভ্যারিয়ান্টে একটি ২ লিটারের এমস্ট্যালিয়ন টার্বো পেট্রোল ডিরেক্ট ইনজেকশন ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনগুলিতে ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশনই পাওয়া যায়। ডিজেল ইঞ্জিনে রয়েছে ২.২ লিটারের এমহক পাওয়ারট্রেন।


আরও পড়ুন: Disney+ Password Sharing: Netflix-এর পর এবার Disney+, অন্যকে পাসওয়র্ড দিলে গুনতে হবে বাড়তি টাকা


Car loan Information:

Calculate Car Loan EMI