Mahindra Cars: মহিন্দ্রা তাঁদের নতুন ফেসলিফটেড মডেল নিয়ে এল বাজারে। গতকালই বাজারে লঞ্চ হয়েছে এই মডেল। মহিন্দ্রার কম্প্যাক্ট এসইউভি বিভাগের XUV 3XO মডেলটি এখন বাজার কাঁপাচ্ছে বলা চলে। ৭.৪ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে এই গাড়ির দাম। ইন্টিরিয়র এবং এক্সটিরিয়র দুইই অনেক বদলে গিয়েছে এই গাড়ির ক্ষেত্রে। এসেছে কিছু নতুন ফিচারও। তবে দেখার বিষয় একসঙ্গে অনেকগুলি ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই মহিন্দ্রা XUV 3XO মডেলটি।
কী কী ভ্যারিয়ান্ট আছে
মহিন্দ্রার এই গাড়ির মডেলটির টপ এন্ড ভার্সনের দাম পড়বে ১৩.৯৯ লাখ টাকা। অন্যদিকে এর অটোমেটিক টার্বো পেট্রোল ভার্সনের দাম ধার্য করা হয়েছে ১৫.৪ লাখ টাকা। ভ্যারিয়্যান্ট তালিকা এই মডেলের অনেক দীর্ঘ। মহিন্দ্রার XUV700-এর মত MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX5, AX5L, AX7 এবং AX7L- এই ৯টি ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে এই মডেলটির।
MX ট্রিমের কী বৈশিষ্ট্য
MX2 ভ্যারিয়্যান্ট থেকেই এর ডিজেল ভার্সন পাওয়া যাবে। তবে ১৩১ হর্সপাওয়ারের টার্বো পেট্রোল ভার্সনটি মিলবে AX7L ভ্যারিয়্যান্ট থেকে। বেসিক MX ভ্যারিয়্যান্টগুলিতে একই রকম পার্থক্য দেখা যাচ্ছে। ৬টা এয়ারব্যাগ, ইএসসি ইত্যাদি সহ আরও অনেক ফিচার্স। এমএক্স ট্রিমের ক্ষেত্রে একটা সিঙ্গল পেন সানরুফ পাওয়া যাবে, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে, হুইল কভার, ক্রুজ কনট্রোল সহ এলইডি প্রজেক্টর লাইটও থাকছে এই মডেলে।
AX ট্রিমের কী বৈশিষ্ট্য
অন্যদিকে AX ট্রিমগুলিতে এমন কিছু কিছু ফিচার্স থাকছে যা মহিন্দ্রার অন্য সমস্ত গাড়ির থেকে XUV 3XO মডেলকে আলাদা করে দেবে। এতে থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, পুশ বাটন স্টার্ট আপ, অটো হেডল্যাম্প, কানেক্টেড কার টেক, ADAS, কুলড গ্লোভবক্স এবং আরও অনেক কিছু।
AX ট্রিমের কোন দুটি মডেলে বেশি ফিচার্স
AX7 এবং AX7L এই দুই ভ্যারিয়্যান্টের ক্ষেত্রে আবশ্যিকভাবে থাকছে প্যানোরমিক সানরুফ, ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, ফ্রন্ট পার্কিং সেন্সর, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড ভিউ মনিটর, ইলেকট্রিক পার্কিং ব্রেক এবং হারমান কার্ডন অডিয়ো সিস্টেম।
কোন মডেল কিনলে ভাল
আমাদের তরফ থেকে পরামর্শস্বরূপ বলা যায় AX ট্রিমের মধ্যে AX7 ভ্যারিয়্যান্টটি অনেক বেশি উন্নত ফিচার্স সমন্বিত এবং MX ট্রিমের মধ্যে MX3 Pro মডেলটি কিনে রাখা যায়।
আরও পড়ুন: Upcoming Bikes 2024: পাঁচ পাঁচটি নতুন বাইক আসবে বাজারে, তালিকায় আছে হোন্ডা, ইয়ামাহার মডেলও
Car loan Information:
Calculate Car Loan EMI