সোমনাথ চট্টোপাধ্যায়: সাবকম্প্যাক্ট এসইউভির ক্যাটাগরিতে মহিন্দ্রা এবার আনতে চলেছে একটা নতুন মডেল Mahindra XUV 3XO যাতে একটা ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকছে। XUV 3XO মডেলে থাকছে ২টো টার্বো পেট্রোল ইঞ্জিন এবং টপ স্পেক ১.২ লিটার টার্বো ইঞ্জিন। এতে আবার একইসঙ্গে থাকছে একটা টর্ক কনভার্টার অটোমেটিক। এই ডিজেল ইঞ্জিনে ১১৭ এইচপি মোটর ১.৫ লিটার ইউনিট নিয়ে মডেলটি প্রকাশ্যে এনেছে মহিন্দ্রা। এই ইঞ্জিনের মাইলেজ জানিয়েছে মহিন্দ্রা ২০.১ কিলোমিটার প্রতি লিটারে।
কত রেঞ্জ, কত গতি ওঠে
সম্প্রতি মহিন্দ্রা এই নতুন এসইউভির মডেলের রেঞ্জ সম্পর্কে জানিয়েছে এর গতি উঠতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টায় এবং শক্তিশালী টার্বো পেট্রোলের সাহায্যে এই গাড়িটি মাত্র ৪.৫ সেকেন্ডের মধ্যেই ৬০ কিমি পর্যন্ত গতি তুলতে সক্ষম। ডিজেল ইঞ্জিনের জন্যেই এটি এত আকর্ষণীয় এবং দক্ষ।
ড্রাইভিং মোড থাকবে
বড় আকারের মহিন্দ্রা এসইউভির ক্ষেত্রে যেমন ড্রাইভিং মোড থাকে, এই নতুন এক্সইউভি মডেলের ক্ষেত্রেও ড্রাউভিং মোড থাকছে অফারে। তবে তিনটি নয়, অন্যান্য মহিন্দ্রার গাড়ির থেকে ২টি ড্রাইভিং মোড থাকবে এই নতুন মডেলে। গাড়ির মাইলেজ থাকছে প্রতি লিটারে ২০ কিমি। তুলনায় দেখতে গেলে এই পরিসংখ্যান আদপে একটি ARAI ফিগার। নেক্সন ডিজেলের মাইলেজ যেখানে ২৪ কিমি প্রতি লিটারে।
কী ফিচার্স
টাটা নেক্সন এবং মহিন্দ্রা এক্সইউভি 3XO মডেল দুটিই ডিজেল ইঞ্জিন নিয়ে তৈরি হয়েছে। তবে এই দুটিই নয় শুধু, হুন্ডাই এবং কিয়া দুটি সংস্থাই তাঁদের ডিজেল ইঞ্জিনের মডেল এনেছে বাজারে। ভেন্যু এবং সনেট এই দুটি গাড়ি নির্মাতা সংস্থাও এনেছে ডিজেল ইঞ্জিন। ইন্টিরিয়রের ক্ষেত্রেও বেশ কিছু বদল এনেছে মহিন্দ্রা। XUV400-এর মত এই নতুন 3XO মডেলেও থাকছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, নতুন একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
সানরুফ থাকবে এই মডেলে
আগেই বলা হয়েছে মহিন্দ্রার এই নতুন এসইউভি দুর্দান্ত ফিচার্স নিয়েও দামে সাশ্রয়ী হতে চলেছে। ৪ মিটার প্লাস এসইউভিতেই এতদিন সানরুফ ছিল, কিন্তু এই মহিন্দ্রার নতুন মডেলে জুড়ে গিয়েছে সানরুফ। এই মাসের ২৯ তারিখ বাজারে লঞ্চ হতে চলেছে মহিন্দ্রার XUV 3XO। টার্বো পেট্রোল ইঞ্জিনের অটোমেটিক ভ্যারিয়ান্ট হতে চলেছে এই মডেল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jeep Wrangler 2024: বেড়েছে আরাম, এসেছে অনেক ফিচার্স- জিপ র্যাংলারের ফেসলিফট মডেল কেমন হল ?
Car loan Information:
Calculate Car Loan EMI