সোমনাথ চট্টোপাধ্যায়: ২০২৪ সালের শুরু থেকেই একেবারে দৌড় শুরু করবে মহিন্দ্রা, এমনই জানা গিয়েছিল। তাদের পরপর বেশ কয়েকটি নতুন গাড়ি আসতে চলেছে বাজারে। আবার পুরনো বেশ কিছু মডেল নিয়েও বড় কিছু আপডেট আসতে চলেছে সংস্থার তরফে, তারই সঙ্গে বাজারে এল এই নতুন মডেলটি। Mahindra XUV400 EV Pro। ইন্টিরিয়রের সঙ্গে মূলত কিছু কিছু ফিচার্সেও বদল আনা হয়েছে এই গাড়িতে।


EV-র দুনিয়ায় ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে বিরাট প্রতিযোগিতাও। আর এই অবসরেই মহিন্দ্রা তাদের গাড়ির মডেলে ইকুইপমেন্টের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। বলা ভাল প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিয়ে উপযোগী হিসেবে গড়ে তুলেছে তাদের গাড়ির মডেলকে। যন্ত্রাংশের দিক থেকে ব্যাটারি প্যাক বা রেঞ্জ একই থাকলেও প্রযুক্তি পুরোটাই পালটে গিয়েছে।


নতুন কী এসেছে গাড়িতে ?


Mahindra XUV400 ইভির এই আপডেটেড ভার্সনে একটি ১০.২৫ ইঞ্চির অভিনব ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত হয়েছে এবং ঐ একই মাপের একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম বসানো হয়েছে গাড়িতে। নতুন ধরনের বাটন লাগানো হয়েছে। অন্যান্য মহিন্দ্রা গাড়ির মত নতুন ধাঁচের একটি স্টিয়ারিং হুইল বসানো হয়েছে গাড়িতে। অভিনব Adrenox Car Connect System এই মডেলের নতুন সংযোজন যা কিনা ৫০টিরও বেশি কানেকশন ফিচার্স সম্বলিত।


অন্যান্য ফিচার্স


ডুয়াল জোন অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার, রিয়ার ইউএসবি পোর্ট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে যাতে কিনা অ্যালেক্সা ইন্টিগ্রেশনও রয়েছে।


রেঞ্জ


মূলত XUV400 মডেলের রেঞ্জ ৩৭৫ কিমি এবং ৪৭৬ কিমি হতে চলেছে।


ইঞ্জিন


এর ইঞ্জিনে অ্যাক্সল ইলেকট্রিক মোটর থাকবে যা কিনা ১৫০এইচপি এবং ৩১০এনএম টর্ক উৎপাদন করবে।


দাম


Mahindra XUV400-এর দাম ১৫.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হলেও তিনটি ভ্যারিয়্যান্টে তিনরকম ফিচার্স পাওয়া যাবে-



  • EC Pro (34.5 kWh ব্যাটারি, 3.3 kW এসি চার্জার)

  • EL Pro (34.5 kWh ব্যাটারি, 7.2 kW এসি চার্জার)

  • EL Pro (39.4 kWh ব্যাটারি, 7.2 kW এসি চার্জার)


চলতি বছরে সেপ্টেম্বরে ৪০ হাজারটিরও বেশি গাড়ির বিক্রি করেছে মহিন্দ্রা। যা কোম্পানিকে ভারতের দ্রুততম ক্রমবর্ধমান SUV প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম তকমা দিয়েছে৷ দেশীয় গাড়ি প্রস্তুতকারক তার দুটি - XUV এবং BE-এর অধীনে ৫টি নতুন বৈদ্যুতিক SUV লঞ্চ করার ঘোষণা করেছে৷ কোম্পানির প্রথম বৈদ্যুতিক SUV ২০২৪ সালের শেষ নাগাদ লঞ্চ হবে।


আরও পড়ুন: Mercedes-Benz GLS Facelift: আসতে চলেছে মার্সিডিজের সেরা SUV ! প্রকাশ্যে গাড়ির মডেলের লুক


Car loan Information:

Calculate Car Loan EMI