Maruti Suzuki Jimny: অবশেষে প্রতীক্ষার অবসান। ভারতের বাজারে আসছে মারুতি সুজুকি জিমনি (Maruti Suzuki Jimny)। ৫ দরজা (Five Door) যুক্ত এই গাড়ি আগামী ৭ জুন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতই একমাত্র দেশ, যেখানে এই গাড়ি বিক্রি শুরু হতে চলেছে। জিটা এবং আলফা, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হবে মারুতি সুজুকি জিমনি। শুধুমাত্র নেক্সা ডিলারশিপের মাধ্যমেই এই গাড়ি বিক্রি শুরু হবে।
গাড়ির ইঞ্জিন
মারুতি সুজুকি জিমনি গাড়িতে থাকতে চলেছে একটি ১.৫ লিটারের চার সিলিন্ডার যুক্ত পেট্রোল ইঞ্জিন। জানা গিয়েছে, এই ইঞ্জিন কে১৫বি সিরিজের অন্তর্ভুক্ত। এই ইঞ্জিনের সাহায্যে 103 bhp (at 6,000 rpm) এবং 134.2 Nm peak torque (at 4,000 rpm) শক্তি উৎপন্ন করে। একটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স অথবা ৪ স্পিড টর্ক কনভার্টার অটোম্যাটিক ট্রান্সমিশন থাকতে পারে মারুতি সুজুকি জিমনি গাড়িতে।
আকার এবং আয়তন
মারুতি সুজুকি জিমনি গাড়িতে রয়েছে ৫টি দরজা। এই গাড়ি ৩৯৮৫ মিলিমিটার লম্বা, ১৬৪৫ মিলিমিটার পুরু এবং ১৭২০ মিলিমিটার এই গাড়ির উচ্চতা। এর পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ২১০ মিলিমিটারের। হুইলবেসের আয়তন ২৫৯০ মিলিমিটার। মারুতি সুজুকি জিমনি গাড়ির জ্বালানি ট্যাঙ্কের আয়তন ৪০ লিটার। বুট স্পেসের আয়তন ২০৮ লিটার। আর যদি রেয়ার সিট বা গাড়ির পিছনের অংশের সিট ফোল্ড করা বা মোড়ানো থাকে তাহলে ৩৩২ লিটার বুট স্পেস পাওয়া যাবে।
সেফটি ফিচার
মারুতি সুজুকি জিমনি গাড়িতে একাধিক নিরাপত্তা সংক্রান্ত ফিচার রয়েছে। ছয়টি এয়ারব্যাগের পাশাপাশি রয়েছে সীমিত স্লিপ ডিফারেনশিয়াল (এলএসডি) ব্রেক, হিল হোল্ড অ্যাসিস্ট সহ ইএসপি, হিল ডিসেন্ট কন্ট্রোল, রিয়ার ভিউ ক্যামেরা এবং ABS EBD এর মতো বৈশিষ্ট্যগুলি। এছাড়াও থাকছে ISOFIX child seat mounts- মূলত বাচ্চাদের সঙ্গে নিয়ে নিরাপদে যাতায়াতের জন্য এই ফিচার বিদ্যমা।
কোন কোন রঙে ভারতে লঞ্চ হবে মারুতি সুজুকি জিমনি
মোট সাতটি রঙে এই গাড়ি ভারতে লঞ্চ হতে পারে। পার্ল আর্কটিক হোয়াইট, গ্রানাইট গ্রে, নেক্সা ব্লু, ব্লুইশ ব্ল্যাক, সিজলিং রেড, সিজলিং রেড সঙ্গে ব্লুইশ ব্ল্যাক ছাদ এবং কাইনেটিক ইয়েলো ও ব্লুইশ ব্ল্যাক রুফ। লঞ্চের পরে ৫টি দরজা যুক্ত মারুতি সুজুকি জিমনি দেশের বাজারে মাহিন্দ্রা থর এবং ফোর্স গোর্খার মতো অফ-রোড যানবাহনের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
আরও পড়ুন- মুখ ধুয়ে পরিষ্কার রাখার ক্ষেত্রে অবশ্যই মেনে চলা প্রয়োজন এই নিয়মগুলি
Car loan Information:
Calculate Car Loan EMI