EV Price: ভারতের বাজারে এমজি কমেট সম্প্রতি একটি নয়া মডেলের ইভি এনে হাজির করেছে। এই নয়া মডেলের নাম এমজি উইন্ডসর। এই গাড়িটি (Electric Vehicle Price) বাজারে এসেছে কোনও ব্যাটারি ছাড়াই। ব্যাটারি ভাড়ায় নেওয়া যাবে। অর্থাৎ গাড়ির সঙ্গে ব্যাটারি (MG Comet EV) একত্রে কেনার বিকল্প নেই। একইসঙ্গে এমজি মোটরস বাজারে এনেছে কমেট ইভি (EV Price) এবং জেডএস ইভি। আর এই কারণে এই সংস্থার বৈদ্যুতিন গাড়ির দাম আরও কমেছে।


দেশের সবথেকে সস্তা ইভি এখন আরও কম দামে


এই ব্যাটারি রেন্টাল বিকল্পের কারণে এমজি মোটরস তার কমেট ইভি মডেলের দাম আরও কমিয়েছে। আগে এই বৈদ্যুতিন গাড়ির দাম শুরু হত ৬.৯৯ লক্ষ টাকা থেকে, এখন এই দাম শুরু হচ্ছে ৪.৯৯ লক্ষ টাকা থেকে। অর্থাৎ এক ধাক্কায় ২ লক্ষ টাকা দাম কমে গেল এই গাড়ির। ব্যাটারির ভাড়া পড়বে প্রতি কিলোমিটারে ২.৫ টাকা হারে।


এমজি জেডএস ইভি


এমজি মোটরসও এবার 'ব্যাটারি অ্যাজ এ সার্ভিস' ক্যাটাগরিতে তাদের বৈদ্যুতিন গাড়ি এমজি কমেট নিয়ে এসেছে বাজারে। উইন্ডসর ইভি, কমেট ইভি ছাড়াও এমজির জেডএস ইভিতেও এই সুবিধে পাওয়া যাবে। এমজি সংস্থার গাড়ির আগের দাম ছিল ১৮.৯৮ লক্ষ টাকা, আর এখন এমজির জেডএস ইভির দাম শুরু হচ্ছে ১৩.৯৯ লক্ষ টাকা থেকে। অন্যদিকে ব্যাটারির রেন্টাল কস্ট অর্থাৎ ভাড়া লাগবে প্রতি কিলোমিটারে ৪.৫ টাকা হারে।


এমজি মোটরসের নতুন নীতি


এমজি মোটরস জানিয়েছে তিন বছর পরে কমেট এবং জেডএস মডেলে ৬০ শতাংশ বাইব্যাক বিকল্প পাওয়া যাবে। উইন্ডসর ইভির মত চারটি আরও মডেল এই ব্যাটারি অ্যাজ এ সার্ভিস ক্যাটাগরিতে আনা হয়েছে। চারটি ফিনান্সিয়াল সার্ভিস সংস্থা এই সার্ভিসের জন্য অর্থ ঋণ দিতে শুরু করেছে যার মধ্যে রয়েছে বাজাজ ফিনসার্ভ, হিরো ফিনকর্প, বিদ্যুৎ এবং ইকোফাই অটোভার্ট। এমজি সংস্থা নানারকমের ব্যাটারি রেন্টাল প্যাকেজ নিয়ে এসেছে। এমনও প্ল্যান রয়েছে যেখানে কোনও ন্যূনতম কিলোমিটারের লিমিট নেই। এই প্ল্যানে আপনাকে প্রতি কিলোমিটারের জন্য ব্যাটারির ভাড়া দিতে হবে ৩.৫ টাকা হারে এবং কিছু টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Health Insurance: লক্ষ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস, চাঞ্চল্য এই স্বাস্থ্যবিমা সংস্থাকে ঘিরে


Car loan Information:

Calculate Car Loan EMI