MG Motors Car Launch: এমজি মোটরস এবার দখল করতে চলেছে ভারতের বাজার। একাধারে যেমন এর একটি মডেল বাজারে লঞ্চ হবে আজ ২০ মার্চ, তেমনই JSW সংস্থার সঙ্গে যৌথভাবে এই এমজি মোটরস আরও ২টি নতুন মডেল নিয়ে আসছে ভারতের বাজারে। একবারে তিনটি নয়া গাড়ি। ভারতের বাজারে এসইউভির দুনিয়ায় বড় চমক দেবে এই এমজি মোটরস আর জেএসডব্লিউর মডেলগুলি। প্রায় কয়েকমাস অন্তরই বাজারে নতুন নতুন গাড়ি আনবে এবার এই দুই সংস্থা। অ্যাগ্রেসিভ প্রোডাক্ট লঞ্চ স্ট্রাটেজি নিয়ে এগিয়ে যাচ্ছে এই দুই সংস্থা।


যদিও এর আসল প্রোডাক্টগুলির ব্যাপারে জানায়নি সংস্থা, তবু গ্লোবাল এমজি লাইনআপ আর জেএসডব্লিউ গ্রুপের এমডি সজ্জন জিন্দালের তত্ত্বাবধানে তিন তিনটে নতুন গাড়ি আসছে ভারতের বাজারে। সজ্জন জিন্দাল জানিয়েছেন যে মূলত ইভি নির্মাণের উপরেই জোর দেবে এই সংস্থা, তবে PHEV-এর দিকেও খেয়াল রাখবে তাঁরা যাতে যে সমস্ত গ্রাহকেরা গারির রেঞ্জ নিয়ে চিন্তিত থাকেন তাঁদের চাহিদা মেটানো সম্ভব হয়।


 



এমজি মোটরসের নতুন গাড়ি


যে গাড়িগুলি প্রদর্শিত হয়েছে, তাঁর মধ্যে রয়েছে অল ইলেকট্রিক এমজি সাইবারস্টার। এটাই এমজি মোটরসের প্রথম ইভি স্পোর্টস কার। আর এর রেঞ্জ ৫০০ কিমির থেকেও বেশি। এর ডিজাইন অনেকটাই ইউনিক এবং সুপারকারের মত এর দরজাগুলি এর অন্যতম আকর্ষণীয় ট্রেডমার্ক। ডিজাইনের কথা বলতে গেলে এটি লো স্লাং ডিজাইন সমন্বিত।


অন্য যে নতুন গাড়িটি দেখান হয়েছে তা হল MG 4 EV। এটি আদপে একটি ইলেক্ট্রিক ক্রসওভার যার রেঞ্জ ৫০০ কিমিরও বেশি। এটি একটি প্রিমিয়াম পোডাক্ট এবং এমজি জেড এস গাড়ির মডেলের উপরেই থাকছে এর স্থান। যদি ভারতে এটি লঞ্চ হয়, তাহলে সেই ক্যাটাগরিতেই থাকবে এই গাড়িটি। এর একই শার্প ডিজাইন ল্যাঙ্গোয়েজ থাকবে সাইবারস্টারের মত। ইন্টিরিয়রের কথা বলতে গেলে টেক ল্যাডেনের অনুসরণ বলেই মনে হয়। এমনকী এর স্পেসও বেশ অনেকটা। এটি যদি ভারতে লঞ্চ হয় তাহলে এমজি অন্যতম হালো প্রোডাক্ট হতে চলেছে। প্রিমিয়াম ইভির দুনিয়ায় এভাবেই নিজেদের জায়গা আরও মজবুত করবে এমজি মোটরস।




এছাড়া এমজি ৫ স্টেশন ওয়াগনের মডেলটিও প্রদর্শিত হয়। আগেই বলা হয়েছে যে প্রিমিয়াম সেডান ক্যাটাগরিতে এমজি ইন্ডিয়ার তরফ থেকে এই গাড়ির মডেল লঞ্চ হবে। ডিসপ্লেতে যে গাড়ির মডেল দেখান হয়েছে সেটি আসলে অল ইলেকট্রিক ভার্সন বা ওয়াগন ভার্সন বা এস্টেট ভার্সন। ৪.৬ মিটারের থেকেও এর আয়তন বেশি, দুটি ব্যাটারি প্যাক থাকছে এতে। ৪০০ কিমিরও বেশি রেঞ্জ থাকছে এই গাড়িতে। এস্টেট গাড়িগুলি ভারতে এর আগে অতটা সাফল্য পায়নি, ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তা সত্ত্বেও এই গাড়িটি প্রদর্শনের জন্য এখানে আনা হয়েছে, এখানে হয়ত এই মডেল লঞ্চ হবে না।


আরও পড়ুন: Bajaj CNG Bike: এবার সিএনজি বাইক নিয়ে আসছে বাজাজ,উৎসবের মরসুমে হতে পারে লঞ্চ


 


Car loan Information:

Calculate Car Loan EMI