Car Bike Rules: ভারতের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে দেশের মোটর ভেহিকল অ্যাক্টে বেশ কিছু বদল আনা হচ্ছে। এই নতুন সংশোধিত আইনের মাধ্যমে কোনও গাড়ির দুর্ঘটনা ঘটলে ১২ মাসের মধ্যেই বিমার দাবি জানানোর নিয়ম আনা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এছাড়াও এই সংশোধনে বাণিজ্যিক কাজের জন্য ব্যবহৃত গাড়িগুলিকে কনট্রাক্ট পরিবহন (Motor Vehicle Act) হিসেবে গণ্য করা হবে। এর মাধ্যমে ক্যাব এগ্রিগেটর সংস্থা অর্থাৎ রাপিডো বা উবেরের মত সংস্থাগুলিও বাণিজ্যিক কারণে তাদের গাড়ি-বাইক ব্যবহার করতে পারবে। আরও কী কী বদল এল আইনে ?
মোটরসাইকেল ব্যবহার করতে পারবে ক্যাব এগ্রিগেটর
সংবাদসূত্রে এই তথ্য জানা গিয়েছে যে পরিবহনের (Motor Vehicle Act) জন্য এখন থেকে যে সমস্ত গাড়ি-বাইক ব্যবহার করা হবে তাদের কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে গণ্য করা হবে। মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে আইনিভাবে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে এই মোটর ভেহিকল আইনের সংশোধনীতে। বেশ কিছু রাজ্যে রাইড হেইলিং পরিষেবার ক্ষেত্রে মোটরসাইকেলের ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এই কারণেই আইনে সংশোধন আনা হচ্ছে। যাত্রীদের সুরক্ষার (Motor Vehicle Act) কথা মাথায় রেখেই ক্যাব এগ্রিগেটরদের গাইডলাইনে সংশোধনীর মাধ্যমে মোটরসাইকেল ব্যবহারকে সংযুক্ত করা হবে।
১৬-১৮ বছরের যুবকরাও মোটরসাইকেল চালাতে পারবে
১৮ বছরের আগে কোনও নাগরিক ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি বাইক (Motor Vehicle Act) চালানোর অনুমতি পাবেন না, এমনটাই নিয়ম আছে দেশে। তবে এবার ১৮ বছরের কম বয়সীদের জন্য কিছু নিয়মে বদল আনা হয়েছে। পরিবহন মন্ত্রক এবারে মোটর ভেহিকল আইনের সংশোধনীতে ৫০ সিসির মোটরসাইকেল কিংবা বৈদ্যুতিন স্কুটার বা মোটরসাইকেল ব্যবহারে অনুমোদন দিয়েছে, তবে এই যানবাহনে যেন ১৫০০ ওয়াটের বেশি শক্তি কিংবা ২৫ কিমি প্রতি ঘণ্টার বেশি গতি না থাকে। সংসদের শীতকালীন অধিবেশনে দেশের পরিবহন মন্ত্রক মোটর ভেহিকল অ্যাক্টে ৬৭ রকম সংশোধনী আনবে বলে জানা গিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাস এবং লাইট মোটর ভেহিকলের ক্ষেত্রে নতুন করে শ্রেণিকরণ করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Car loan Information:
Calculate Car Loan EMI